• দিল্লি বিস্ফোরণের দায় কার? মোদি সরকারের জবাব চাইল হাত শিবির
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লালকেল্লার সামনে সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে তিনদিন। অবশেষে মোদি সরকারের ব্যর্থতা নিয়ে সরব হল কংগ্রেস। এই বিলম্বের ব্যাখা হিসেবে দলের মিডিয়া ও প্রচার বিভাগের চেয়ারম্যান পবন খেরা বৃহস্পতিবার জানান, আমরা বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাই না। তাই সরকার যতক্ষণ না আনুষ্ঠানিকভাবে বিষয়টিকে সন্ত্রাসবাদী ঘটনা বলে ঘোষণা করল, ততক্ষণ কিছু বলিনি। কিন্তু ভয়াবহ এই ঘটনার পর বিষয়টিকে সন্ত্রাসবাদী হামলা বলতে সরকার ৫০ ঘণ্টা সময় নিল কেন? নিহত ১৩ জনের জীবনের দায় কে নেবে, তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস মুখপাত্র।

    সাংবাদিক সম্মেলনে পবন খেরা বলেন, ২৬/১১ মুম্বই হামলার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী (কংগ্রেসের) শিবরাজ পাতিল ইস্তফা দিয়েছিলেন। তাহলে এখন একাধিক গোয়েন্দা ব্যর্থতা সত্ত্বেও কেউ দায় নিচ্ছেন না কেন? কী করেই বা ফরিদাবাদে প্রায় তিন হাজার কিলো বিস্ফোরক পদার্থ এল? সরকারের অবস্থান স্পষ্ট করতে অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বদল বৈঠক ডাকার বার্তাও দেন তিনি। কংগ্রেসের দাবি, উদ্ভূত পরিস্থিতিতে সংসদের শীতকালীন অধিবেশন এগিয়ে আনা হোক। উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অধিবেশন। এত কিছুর পরেও কংগ্রেস কেন ‘সরাসরি’ অমিত শাহর ইস্তফা চাইছে না? গোয়েন্দা ব্যর্থতার পরেও কংগ্রেসের এত নরম আচরণ? জবাবে খেরা বলেন, এই সময়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই সন্ত্রাসবাদী হামলায় বহিরাগতদের হাত রয়েছে বলেও খবর আসছে। তাই আমরা বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাই না। তবে সরকারের জবাব চাই। অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, এরপর একইরকম ঘটনা ঘটলে সেটিকে ‘অ্যাক্ট অব ওয়ার’ বলে ধরা হবে। তার কী হল? সর্বদলীয় বৈঠক ডেকে এই বিষয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার দাবিও তুলেছেন তিনি। 
  • Link to this news (বর্তমান)