• অপারেশন-প্যাকেজ-শিপমেন্ট, জঙ্গি-তদন্তে মিলল কোড ওয়ার্ড
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দু’টি ডায়েরি। ভিতরে ভর্তি সাংকেতিক শব্দ। সঙ্গে একাধিক এনক্রিপটেড মেসেজও। ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ১৭ নম্বর বিল্ডিংয়ের ১৩ নম্বর ঘরে মিলেছে ডায়েরি দু’টি। ওই ঘরেই থাকত ধৃত চিকিৎসক মুজাম্মিল শাকিল। কিছু দূরেই ছিল লালকেল্লা বিস্ফোরণ ঘটানো ‘আত্মঘাতী’ জঙ্গি ডাঃ উমর নবির ঘর।

    কী আছে দু’টি ডায়েরিতে? তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেখানে ‘অপারেশন’ শব্দটির উল্লেখ রয়েছে বেশ কয়েকবার। তারিখ লেখা ৮ থেকে ১২ নভেম্বর। এখান থেকেই তদন্তকারীদের অনুমান, ধারাবাহিক বিস্ফোরণের ছক কষেছিল ধৃতরা। তারিখ আর কোড ওয়ার্ডের পাশাপাশি কমপক্ষে ২৫ জনের নাম মিলেছে ডায়েরিতে। অধিকাংশই জম্মু-কাশ্মীর ও ফরিদাবাদের বাসিন্দা। মুজাম্মিলদের ফোনেও বহু সাংকেতিক শব্দ মিলেছে। যেমন ‘প্যাকেজ’, ‘শিপমেন্ট’। দু’টি শব্দের অর্থ বিস্ফোরক। অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট, অক্সাইড ও জ্বালানি তেল। এভাবেই এনক্রিপ্টেড অ্যাপের মাধ্যমে একে অপরের সঙ্গে ‘প্ল্যান অব অ্যাকশন’ ভাগ করে নিত মুজাম্মিল ও তার সঙ্গীরা। তদন্তকারীদের বিশ্বাস, ডায়েরিতে থাকা সাংকেতিক শব্দের অর্থ উদ্ধার করলে দিল্লি বিস্ফোরণ নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসবে। 
  • Link to this news (বর্তমান)