• আগামী বছর জুলাই থেকে জাতীয় পরিযায়ী সমীক্ষা, চলবে একবছর
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: আগামী বছর জুলাই মাস থেকে জাতীয় পরিযায়ী সমীক্ষা শুরু করতে চলেছে সরকার। প্রায় একবছর ধরে চলবে। শেষ হবে ২০২৭ সালের জুন মাসে। বৃহস্পতিবার এমনই জানা গিয়েছে। দেশে পরিযায়ীদের হার, তাঁদের গতিবিধি, তাঁরা কতদিন ধরে পরিযায়ী হিসেবে কর্মরত সেই সমস্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই এই সমীক্ষা করা হবে। নির্দিষ্ট সংখ্যক মানুষ কেন অন্যত্র গিয়েছেন, সেই সংক্রান্ত কারণও লিপিবদ্ধ করা হবে সমীক্ষাপত্রে। সংগ্রহ করা হবে তাঁদের কর্মসংস্থান এবং উপার্জনের তথ্যও। প্রসঙ্গত, ২০০৭-০৮ সালের পর ফের সম্পূর্ণভাবে বছরব্যাপী পরিযায়ী সমীক্ষা হতে চলেছে।
  • Link to this news (বর্তমান)