• ১ লক্ষ ৭০ হাজারে কেনা হয় বিস্ফোরণে ব্যবহৃত গাড়ি
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত আই২০ গাড়িটি কেনা হয়েছিল মাত্র ১ লক্ষ ৭০ হাজার টাকায়। হরিয়ানার এক ডিলারের কাছ থেকে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যেই কেনা হয় গাড়িটি। বৃহস্পতিবার এমনই জানাল দিল্লি পুলিশ। এর আগে দিল্লি বিস্ফোরণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোনু নামে এক গাড়ি ডিলারকে আটক করা হয়েছিল। গত ১১ বছরে পাঁচবার মালিকানা বদল হয়েছিল সাদা গাড়িটির। শেষবার জম্মু ও কাশ্মীরের পাওয়ার ডেভেলপমেন্ট কর্মী আমির রশিদ কিনেছিলেন গাড়িটি। পরে সেটিকে জঙ্গি ডাক্তার উমরের হাতে যায়। পুলিশ জানিয়েছে, উমরই গাড়িটি চালাচ্ছিল বিস্ফোরণের সময়। ডিএনএ পরীক্ষায় সেটি নিশ্চিত করা গিয়েছে। অনলাইন বিপণনী সংস্থা থেকে কম দামে ডিলার সোনুর কাছ থেকে গাড়িটি কেনে উমর।
  • Link to this news (বর্তমান)