• চিকিৎসক শাহিন শাহিদের নেটওয়ার্কের সঙ্গে যোগ, কানপুরে গ্রেফতার কার্ডিওলজির ছাত্র, বিস্ফোরক কাণ্ডে ধৃত ডাঃ আদিলের বাড়ির বাইরে বিমানের টিকিট
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: লালকেল্লার সামনে জঙ্গি হামলার তদন্তে এবার গ্রেফতার করা হল কানপুরের কার্ডিওলজির ছাত্র মহম্মদ আরিফকে। তিনি বর্তমানে কানপুরের সরকারি গণেশশংকর বিদ্যার্থী মেমোরিয়াল (জিএসভিএম) মেডিকেল কলেজে ডিএম কোর্সের দ্বিতীয় বর্ষের  পড়ুয়াও। ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার কাণ্ডে ধৃত শাহিন ওই কলেজেরই প্রাক্তন অধ্যাপিকা। সেই সূত্রেই আরিফের সঙ্গে যোগাযোগ। বুধবার ৩২ বছর বয়সি ওই ডাক্তারকে কানপুর থেকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ এটিএস। পরে নাজিরাবাদের অশোকনগরে ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত হয় তাঁর মোবাইল ও ল্যাপটপ। সেগুলি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।  জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি আনা হচ্ছে আরিফকে। এক আধিকারিক জানিয়েছেন, এই বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ধৃতদের মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করা হতে পারে।

    এটিএস সূত্রে জানানো হয়েছে, সোমবার লালকেল্লার সামনে বিস্ফোরণের দিন শাহিন শাহিদের জঙ্গি নেটওয়ার্ক এবং শাহিনের ভাই পারভেজের সঙ্গে যোগাযোগ রেখেছিল আরিফ। জিএসভিএমের চিকিৎসকরা সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘আদতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা আরিফ তিনমাস আগে অল ইন্ডিয়া কাউন্সেলিংয়ের মাধ্যমে এখানে যোগ দেন। বুধবার কাজ করে তিনি ভাড়াবাড়িতে ফিরে যান। সন্ধ্যা সাতটা নাগাদ তাঁকে জিজ্ঞাসাবাদের খবর পাওয়া যায়। তিনি এখানে কাজের পর ফিরে যেতেন। কারও সঙ্গে পারতপক্ষে মিশতেন না।’ এটিএস সূত্রে জানানো হয়েছে, সম্প্রতি জম্মু ও কাশ্মীরে গিয়েছিলেন আরিফ। বুধবার যখন তাঁর ভাড়াবাড়িতে যান এটিএস আধিকারিকরা, তখন মোবাইলের ডেটা মুছে ফেলার চেষ্টা করছিলেন ওই চিকিৎসক। তার আগেই অবশ্য সেটি বাজেয়াপ্ত করা হয়। তাঁর মোবাইলের চ্যাট এবং কল রেকর্ড পরীক্ষা করে জানা গিয়েছে, বিস্ফোরণে জড়িতদের সঙ্গে তিনি যোগাযোগ রাখতেন। একে অপরকে মেল আইডি ও পাসওয়ার্ডও শেয়ার করে রেখেছিলেন। মেসেজ না পাঠিয়ে ড্রাফ্ট আকারে রাখা হতো। এতে গোয়েন্দাদের নজরদারি এড়ানো যেত। এর মধ্যেই সাহারানপুর থেকে গত সপ্তাহে ধৃত চিকিৎসক আদিল আহমেদের গতিবিধির ব্যাপারে স্পষ্ট চিত্র সামনে এসেছে। ৩১ অক্টোবর শ্রীনগর থেকে বিমানে তিনি দিল্লি এসেছিলেন। বুধবার সাহারানপুরে তাঁর ভাড়াবাড়ির বাইরের আবর্জনা থেকে বিমানের টিকিট উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, টিকিটটির ফরেন্সিক পরীক্ষা হবে। তদন্তকারীদের একটাই প্রশ্ন, আদিল কতদিন দিল্লিতে ছিলেন? আর কার সঙ্গে দেখা করেছিলেন? 
  • Link to this news (বর্তমান)