নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এগজিট পোলের জয় হবে? অর্থাৎ, নীতীশ কুমার ও নরেন্দ্র মোদির ‘প্রবীণ যুগলবন্দি’ বিহারে আবার গঠন করবে সরকার? নাকি ম্যাজিক দেখাবে নবীন জুটি? তেজস্বী যাদব ও রাহুল গান্ধীর মহাজোট। তৃতীয় বিকল্প কি একেবারেই অসম্ভব? মোটেই নয়। সেই বিকল্পের যথেষ্ট পূর্বাভাস কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক দিয়েছেন। কী সেই বিকল্প? ত্রিশঙ্কু বিধানসভা। ২৪৩ আসনের মধ্যে ১২২ আসন স্পর্শ করতে হবে গরিষ্ঠতার জন্য। যদি দেখা যায়, এককভাবে কোনও জোট ওই ম্যাজিক সংখ্যায় পৌঁছোতে পারছে না, তাহলে শুরু হবে বিহারে অন্য খেলা।
জনমত সমীক্ষা থেকে এগজিট পোল। সকলেই স্পষ্ট জানিয়েছে, বিহারে ফের এনডিএ সরকার। জল্পনার আর অবকাশ নেই। আজ বিহারের ভোটগণণা ও ফলপ্রকাশ। সুতরাং অনেক প্রশ্নের উত্তর আজই পাওয়া যাবে। ২০ বছর ধরে শুধু কুশলী জোট বদল করে নীতীশ কুমার ভাবমূর্তি যতই হারান, কুর্সি হারাতে দেননি। বিহারের গদিতে জোট আসে, জোট যায়। মুখ্যমন্ত্রী একজনই। নীতীশ কুমার। এবং ২০০৫ সাল থেকে বিগত ২০ বছরে তাঁকে বাদ দিয়ে কোনও দল সরকার গড়তে পারেনি। এবারও অন্তত বুথফেরত সমীক্ষা থেকে স্পষ্ট, একক গরিষ্ঠতা আসবে অথবা আসবে না—সেটা গৌণ। মুখ্য বার্তা হল, এবারও এনডিএ অথবা ইন্ডিয়া, সরকার যেই গড়ুক, নীতীশ ছাড়া গতি নেই। বিহারে এনডিএ’র শক্তি হল, মহিলা, উচ্চবর্ণ, মহাদলিত এবং নন-যাদব ওবিসি। আর মহাজোট ‘ইন্ডিয়া’র পুঁজি? কাজ না পাওয়া বেকারত্ব, পরিযায়ী সমস্যা, যুবসমাজ এবং মুসলিম-যাদব ভোটব্যাংক। এই দুই শক্তির টানাপোড়েন চলছে। এনডিএ’র সুবিধা হল, অনগ্রসর শ্রেণির বিচ্ছিন্ন ভোটকে কাছে টানার জন্য তাদের কাছে ক্ষুদ্র জোটশরিক আছে—জিতনরাম মাঝি, উপেন্দ্র কুশওয়া, চিরাগ পাসোয়ান। পক্ষান্তরে নিশাদ গোষ্ঠীর নেতাকে তেজস্বী বলেছেন উপমুখ্যমন্ত্রী করবেন। সেই গোষ্ঠীর প্রভাব বিহারে বড়সড়।
একই জোটে থাকলেও এনডিএ’র মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা রয়েছে গোপন। অর্থাৎ কে বেশি আসন পাবে। নীতীশ কুমারের দল? নাকি মোদির পার্টি? এই প্রথম উভয় পক্ষই একই সংখ্যক আসনে লড়াই করেছে। ১০১ আসন দু’জনেই। সুতরাং যদি নীতীশ কুমার একটি আসনও বিজেপির তুলনায় বেশি পান, তাঁর বড় জয়। বিজেপির পক্ষে সংকট হল, তারা যদি জেডিইউয়ের তুলনায় বেশি আসন পায়ও, নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী করতে হবে। কারণ তাঁকে ছাড়া সরকার হবে না। পক্ষান্তরে, যদি দেখা যায় একক বৃহত্তম দল হয়েছে এবারও তেজস্বী যাদবের আরজেডি, সেটা হবে তাঁর নৈতিক জয়। আর রাহুল গান্ধীর পরীক্ষা? অন্তত ২০২০ সালের থেকে যেন কংগ্রেসের আসন কমে না যায়! এই হল আজকের সম্ভাব্য সমীকরণ। আর একটা অঙ্ক অবশ্য বাইরে থেকে গেল। সেটা হল, ত্রিশঙ্কু পরিস্থিতিতে কী হবে? অপারেশন লোটাস?