• নতুন বছর থেকেই চালু হতে পারে সিংহ সাফারি, দুর্গাপুজোর মরশুমে এবছর রেকর্ড আয় বেঙ্গল সাফারির
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: এবার পুজোর দিনগুলিতে আয়ের নতুন রেকর্ড গড়ল বেঙ্গল সাফারি। শিলিগুড়ি শহরের উপকণ্ঠে বৈকন্ঠপুর জঙ্গলের এই অ্যানিমেল পার্ক দেশ বিদেশের পর্যটকদের কাছে এখন অন্যতম আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র। পর্যটকের সংখ্যা ক্রমশই বাড়ছে এখানে। পুজোর সময় পাহাড়, জঙ্গল ঘুরতে আসা পর্যটকরা দলে দলে বেঙ্গল সাফারিতেও এসেছিলেন।  আর সেই কারণেই গতবারের তুলনায় এবার ১০ লক্ষ টাকা বেশি আয় হয়েছে বলে জানিয়েছেন বেঙ্গল সাফারি ডিরেক্টর বিজয় কুমার। 

    এদিকে, সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই চালু হতে চলেছে সিংহ সাফারি। পুজোর আগেই চালু হওয়ার কথা ছিল। কিন্তু পরিকাঠামোগত সমস্যা থাকায় সিংহ সাফারি চালু করা যায়নি। সেন্ট্রাল জু অথরিটির নির্দেশ মতো  পরিকাঠামো সংশোধনের কাজ শেষ হয়ে গিয়েছে। সিংহ সাফারি চালু করার জন্য সেন্ট্রাল জু অথরিটির কাছে ফের আবেদন জানিয়েছে বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ। তাদের আশার, শীঘ্রই অনুমোদন মিলবে এবং নতুন বছরের শুরুতেই সিংহ সাফারি চালু করা যাবে। ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানা থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সুরজ ও তনয়া নামে সিংহ দম্পতি আনা হয়েছিল। চলতি বছরে ওই দম্পতি তিনটি শাবকের জন্ম দেয়। 

    জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেঙ্গল সাফারিকে পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ দেওয়ার উদ্যোগ নেয় রাজ্যের বনদপ্তর। সেই মতো আসন্ন শীতের পর্যটন মরশুমে ১৮টি নতুন প্রাণী দর্শকদের জন্য এনক্লোজারে ছাড়া হবে। সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে, এরমধ্যে রয়েছে বহু প্রতীক্ষিত সিংহ দর্শন। এতে শীতের মরশুমে আয় আরও বাড়তে বলে দাবি সাফারি পার্ক কর্তৃপক্ষের। 

    গতবার পুজোর সময়ে অর্থাৎ দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত বেঙ্গল সাফারি পার্কের আয় হয়েছিল ৬১ লক্ষ টাকা। এটাই এতদিন ওই সময়ের রেকর্ড আয় ছিল। এ বছর সেই সময়ে সব রেকর্ড ভেঙে ৭১ লক্ষ টাকা আয় হয়েছে বলে জানান বেঙ্গল সাফারির ডিরেক্টর। 

    গত জুলাই মাসে কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে ১৮টি নতুন প্রাণী আনা হয়েছিল। এর মধ্যে রয়েছে একজোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, দু’টো পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, দুই জোড়া পেইন্টেড স্টর্ক বার্ড, এক জোড়া স্পুন বিল বার্ড, একজোড়া স্ত্রী ঘড়িয়াল ও তিন জোড়া গ্রিন ইগুয়ানা। এতদিন প্রাণীগুলিকে সাফারি পার্কের পরিবেশের সঙ্গে খাপখাওয়াতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। ডিরেক্টর বলেন, ডিসেম্বরের শুরু থেকেই একে একে ওসব নতুন অতিথিদের দেখার সুযোগ পাবেন পর্যটকরা। • ফাইল চিত্র।
  • Link to this news (বর্তমান)