• চিতাবাঘ ধরতে শুক্রবার পর্যন্ত পাতা থাকবে খাঁচা
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, বাগডোগরা: উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে চিতাবাঘ ধরতে শুক্রবার পর্যন্ত খাঁচা পাতা থাকবে। মঙ্গলবারের পর বিশ্ববিদ্যালয় চত্বরে আর দেখা মেলেনি চিতাবাঘের। দু’দিন ধরে আতঙ্কের মাঝেই ক্লাস চলছে বিশ্ববিদ্যালয়ে। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ৩নং গেটের কাছে একটি বাড়িতে এক যুবকের উপর হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ভিতরে ঢুকে পড়ে চিতাবাঘটি। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিশ্ববিদ্যালয়ে। এর আগেও হাতি ঢুকে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন হস্টেলের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়িয়েছিল হাতিটি। সেটিকে জঙ্গলে ফেরাতে কালঘাম ছুটেছিল কার্শিয়াং বন বিভাগ সহ বনদপ্তরের বেশ কয়েকটি রেঞ্জের। এবার ফের চিতাবাঘ নিয়েও রীতিমতো চিন্তিত বনদপ্তর। 

    তবে চিতাবাঘটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছে বলে অনুমান কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পাণ্ডের। তিনি বলেন, জঙ্গল ছেড়ে লোকালয়ে ঢুকে পড়েছিল চিতাবাঘটি। সেটিকে ধরতে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা ছাগলের টোপ দিয়ে খাঁচা পেতেছি। তবে তিন দিন হয়ে গেলেও ধরা পড়েনি চিতাবাঘটি। বনকর্মীরা নিয়মিত টহলদারি চালাচ্ছেন। বৃহস্পতিবার দিনভর বিভিন্ন এলাকায় তল্লাশি করা হয়েছে। আশা করছি জন্তুটি জঙ্গলে ফিরে গিয়েছে। শুক্রবারের মধ্যে ধরা না পড়লে খাঁচা সরিয়ে নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে নিয়মিত টহলদারি করা হবে।

    অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে ভিতরের দোকানদার ও আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, সেদিনের ঘটনায় তাঁরা আতঙ্কিত হয়েছিলেন। তবে যেহেতু আর এখানে জন্তুটিকে দেখা যায়নি, তাই চলে গিয়েছে বলেই অনুমান। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে আপাতত প্রাতঃভ্রমণ সহ বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করাই রয়েছে।
  • Link to this news (বর্তমান)