• পুরাতন মালদহ পুরসভায় এগজিকিউটিভ অফিসার নেই, ফিরতে হচ্ছে বাসিন্দাদের
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: পুরাতন মালদহ পুরসভায় এগজিকিউটিভ অফিসার রদবদলের পর কেটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। এখনও পর্যন্ত ওই পদে কেউ দায়িত্ব নেননি। সেজন্য পুরসভা ভবনে কাজে এসে আধিকারিককে না পেয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে অনেককে। এদিকে, দ্রুত আধিকারিক দায়িত্ব না নিলে পুরসভার অফিসের বিভিন্ন নথিপত্রে সই না হওয়ায় সমস্যা হতে পারে বলে পুরকর্মীদের একাংশ জানিয়েছেন। 

    পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, মহকুমা শাসককে বিষয়টি জানিয়েছিলাম। এগজিকিউটিভ অফিসার হিসেবে নতুন আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানতে পেরেছি। নতুন অফিসার এদিন ফোনও করেছিলেন। তিনি দ্রুত অফিসে আসবেন বলে  জানিয়েছেন। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে খামতি নেই। পুরসভা এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত অক্টোবরের শেষের দিকে রাজ্যজুড়ে একাধিক প্রশাসনিক রদবদল হয়। সেদিন পুরাতন মালদহ পুরসভায় এগজিকিউটিভ অফিসার খোকন বর্মনকে বদলি করা হয়।  তখন জেলা প্রশাসনের এক আধিকারিককে দায়িত্ব হস্তান্তর করেন তিনি। অভিযোগ, সাময়িক দায়িত্ব পাওয়া ওই পদস্থ অফিসার পুরসভা ভবনে আসেনি। তাঁকে না পেয়ে সাধারণ মানুষ ঘুরে যাচ্ছেন বলে অভিযোগ। শহরের ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌরচন্দ্র নিয়োগী বলেন, আমার সন্তানের জাতিগত শংসাপত্রের জন্য পুরসভার এগজিকিউটিভ অফিসারের সই লাগবে। কিন্তু পুরসভায় গিয়ে ওই অফিসারকে পাইনি। কবে তিনি আসবেন, সেটাও কেউ বলতে পারছেন না।

    মালদহ সদর মহকুমা শাসক সুমন মজুমদার বলেন, ওই পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। নতুন এগজিকিউটিভ অফিসার দেওয়া হয়েছে। সেজন্য জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সই হয়ে গিয়েছে।  পুরাতন মালদহ পুরসভা। ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)