কালিয়াচক চৌরঙ্গীর বাসস্ট্যান্ডে নিকাশি বেহাল, দুর্গন্ধে পথ চলা দায় যাত্রীদের
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, কালিয়াচক: মালদহের কালিয়াচক চৌরঙ্গী এলাকা প্রধান বাসস্ট্যান্ড হিসেবে পরিচিত। ব্যবসার অন্যতম কেন্দ্র বলা যায়। সেখানে নিকাশি ব্যবস্থার ভয়াবহ বেহাল দশার কারণে যাত্রী, পথচারীরা এবং ব্যবসায়ীরা চরম সমস্যায়। চৌরঙ্গীতে বসতি না থাকলেও গুরুত্বপূর্ণ পরিবহণ কেন্দ্র এবং বাণিজ্যিক মোড়। সেখানে এখন নর্দমার বর্জ্য উপচে রাস্তায় জমা হচ্ছে। তীব্র দুর্গন্ধ এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চৌরঙ্গী হল দূরপাল্লা এবং লোকাল বাস দাঁড়ানোর প্রধান জায়গা। প্রতিদিন কয়েকশো যাত্রী এখান থেকে যাতায়াত করেন। কিন্তু বাসস্ট্যান্ডের ঠিক মুখেই এই বর্জ্য এখন মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে।
পথচারী সুজন শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, বাসে ওঠার জন্য এই এলাকায় এসে দাঁড়ানো এখন অসম্ভব। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। একটি গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডের পরিবেশ এমন হতে পারে না। প্রশাসনের এখনই ব্যবস্থা নেওয়া উচিত। ওই এলাকার কাপড় ব্যবসায়ী আরিফ হোসেনের কথায়, নোংরার কারণে ক্রেতারা না আসায় ব্যবসা লাটে উঠতে বসছে। যাত্রী আর ক্রেতারা এই দুর্গন্ধে ভরা রাস্তা এড়িয়ে চলতে চাইছেন।
নোংরা ও বর্জ্য মিশ্রিত জল রাস্তায় জমে থাকার কারণে গাড়ি চালক ও নিত্য পথচারীদেরও দুর্ভোগের শেষ নেই। গাড়িচালক অমিত সাহা বলেন, বাসস্ট্যান্ডের কাছে গাড়ি নিয়ে দাঁড়ানো যায় না। এই বর্জ্যের মধ্যে মশা, মাছিও বাড়ছে। পথচারী নন্দিতা ঘোষের দাবি, প্রতিদিন এই পথে যাতায়াত করি। গুরুত্বপূর্ণ এই জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশ মেনে নেওয়া যায় না।
কালিয়াচক এক গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন খাতুন বলেন, বিষয়টি জানি। এনিয়ে আলোচনা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করা হবে। কালিয়াচক এক এর বিডিও সত্যজিৎ হালদার বলেন, প্রধান বিষয়টি দেখছেন। নিজস্ব চিত্র