• রেফার করার প্রবণতা কমাতে হবে, নির্দেশ জেলাশাসকের
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: কথায় কথায় রেফার করার প্রবণতা কম করতে হবে, নির্দেশ দিলেন মালদহের জেলাশাসক প্রীতি গোয়েল। পাশাপাশি, রোগী মৃত্যুর হার কমানোর দিকেও বাড়তি নজর দিতে বলেছেন তিনি।

    দায়িত্ব নেওয়ার পর বৃহস্পতিবারই প্রথম মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন প্রীতি। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলাশাসক (স্বাস্থ্য), মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, এমএসভিপি প্রসেনজিৎ বর, মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ি, রোগী কল্যাণ সমিতির সদস্য তথা ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ মেডিকেলের অন্য আধিকারিকরা। 

    এমএসভিপি বলেন, জেলাশাসক এদিন মেডিকেল কলেজের পরিকাঠামো খতিয়ে দেখেছেন। প্রসূতি ও শিশু মৃত্যুর হার কমানোর বিষয়ে নজর দিতে বলেছেন। পাশাপাশি, কীভাবে রোগী রেফার কমানো যায়, সেদিকেও খেয়াল রাখতে বলেছেন তিনি।

    এদিন দুপুরের পর মালদহ মেডিকেল পরিদর্শনে পৌঁছন জেলাশাসক। প্রথমেই তিনি ট্রমা কেয়ার ইউনিট ঘুরে দেখেন। সেখানে ইমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে সবক’টি অপারেশন থিয়েটার, সেখানকার ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা সহ নানা বিষয় খতিয়ে দেখেন। সেখান থেকে তিনি সোজা চলে যান মাতৃমা বিভাগ। এরপর একে একে ব্লাড ব্যাঙ্ক, রেডিওথেরাপি, কেমোথেরাপিসহ কয়েকটি বিভাগ ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক। 

    রোগী কল্যাণ সমিতির সদস্য চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, জেলাশাসক এদিন মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগ পরিদর্শন করে একটি বৈঠক করেন। হাসপাতালের পরিকাঠামো, স্বাস্থ্য পরিষেবা, উন্নয়ন নিয়ে বিশদে আলোচনা হয়েছে। 

    কৃষ্ণেন্দু আরও জানান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের সঙ্গে মানুষের জন্য অনেক পরিষেবা চালু করেছেন। সেসব এই হাসপাতালে ঠিকমতো পাওয়া যাচ্ছে কিনা, সেটাই এদিন খতিয়ে দেখা হয়। 

    মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রোগীরা মেডিকেল অ্যাডভাইস ছাড়াই বাড়ি চলে যাচ্ছেন। মেডিকেল কলেজে মূলত কোন ধরনের রোগী আসছেন, কী ধরনের রোগীর মৃত্যু হচ্ছে, এদিন তা বিশদে জানতে চান জেলাশাসক। 

    মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, মেডিকেলে মৃত্যুর হার একটু বেশি। সেটা নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এছাড়াও ডাক্তারদের পরিষেবা, রোগীদের প্রতি আরও বেশি যত্ন নেওয়ার জন্য যা যা করণীয়, সবকিছুর দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে।  • মালদহ মেডিকেলে জেলাশাসক। - নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)