সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: গভীর রাতে জাতীয় সড়কের মাঝে দাঁড়িয়ে থাকা দুই তলা বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন চালক। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন জাতীয় সড়কের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকা বিল্ডিং সরানোর কোনও উদ্যোগ নেই কর্তৃপক্ষের। যা নিয়ে এবার ক্ষোভ বাড়ছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে বুধবার রাত দুটো নাগাদ হরিশ্চন্দ্রপুরগামী ৩১ নং জাতীয় সড়কে রাড়িয়াল-বাগমারা চৌরাস্তার মোড়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম অ্যাম্বুলেন্স চালকের নাম প্রমোদ ঘোষ। তাঁর বাড়ি হরিশ্চন্দ্রপুরে। অ্যাম্বুলেন্সটি চাঁচল থেকে হরিশ্চন্দ্রপুরের দিকে যাচ্ছিল। গত কয়েকদিন ঠান্ডা কিছুটা বেড়ে যাওয়ায় রাতে কুয়াশা বেড়ে গিয়েছে। দৃশ্যমানতা কমে যাওয়ায় কারণে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের মাঝে ওই দুইতলা বিল্ডিংয়ে ধাক্কা মারেন অ্যাম্বুলেন্স চালক। নীচের তলার একাংশ ভেঙে ভিতরে ঢুকে যায় গাড়িটি। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থা দেখে চিকিৎসক তাঁকে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করে দেন। বর্তমানে সেখানেই প্রমোদের চিকিৎসা চলছে।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন আশরাফি জাতীয় সড়ক কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, আট বছর ধরে বিল্ডিংটি রাস্তার উপরে রয়েছে। বাড়িটির কারণেই জাতীয় সড়কের এই জায়গায় একের পর এক দুর্ঘটনা ঘটছে। একদিক থেকে অন্যদিক দেখা না যাওয়ার জন্যই প্রায়শই এমন ঘটনা দেখা যাচ্ছে। এই দুর্ঘটনার দায় পুরোপুরি জাতীয় সড়ক কর্তৃপক্ষের।
স্থানীয়দের দাবি, পুরনো এই বিল্ডিংটি বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছে। যে কোনও মুহূর্তে ভেঙে পড়ে আরও বড় বিপদ ঘটার প্রবল সম্ভাবনা। তবুও বিল্ডিংটি ভাঙার কোনও উদ্যোগ নেই সড়ক কর্তৃপক্ষের। এই রাস্তা দিয়ে নেতা, মন্ত্রীদের গাড়ির প্রায় যাতায়াত করে, তাঁরাও কেন কোনও পদক্ষেপ নিচ্ছেন না, তা নিয়ে উঠছে প্রশ্ন।
বাড়িটির মালিক আরব আলির দাবি, একাধিকবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরিদর্শন করে গিয়েছে। জায়গাটি মাপজোক করে অধিগ্রহণ করা হলেও কোনও টাকা পাইনি।
মালদহ জেলা জাতীয় সড়ক ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দিগন্ত কুন্ডু বলেন, জায়গাটি অধিগ্রহণ করা হলেও সরকারিভাবে এখনও টাকা বরাদ্দ হয়নি। তাই বিল্ডিংটি ভাঙতে পারছে না কর্তৃপক্ষ।