পর্যটকদের জন্য নিউ ইয়ার গিফট ডিএইচআরের এনজেপি থেকে তিনধারিয়া জয়রাইড
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, শিলিগুড়ি: পর্যটকদের নিউ ইয়ার গিফট দিতে জয়রাইডের নতুন পরিষেবা চালু করতে যাচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর। আগামী জানুয়ারি মাস থেকেই শুরু হচ্ছে এনজেপি থেকে তিনধারিয়া পর্যন্ত হেরিটেজ টয় ট্রেনের জয়রাইড। এখানেই শেষ নয়, এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত আরও একটি টয় ট্রেন পরিষেবা চালু করা হচ্ছে নতুন বছরে।
এতদিন দার্জিলিং থেকে ঘুমের মধ্যেই টয় ট্রেনের জয়রাইড পরিষেবা চালু ছিল। দেশ বিদেশের পর্যটকরা এই জয়রাইডের আকর্ষণে শৈলশহর দার্জিলিং আসেন। জয়রাইডের চাহিদা ক্রমশ বেড়েই চলেছে। তাই আসন্ন শীতে পর্যটন মরশুমে আসা পর্যটকদের প্রত্যাশা পূরণের জন্য দার্জিলিং পাহাড়ে আরও চারটি নতুন জয়রাইড চালাবে ডিএইচআর। পাহাড়ের পাশাপাশি এবার সমতল থেকে পাহাড় পর্যন্ত পর্যন্ত টয় ট্রেনের জয়রাইড চালু হচ্ছে।
ডিএইচআরের ডিরেক্টর ঋষভ চৌধুরী বলেন, পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে টয় ট্রেনের ছ’টি নতুন পরিষেবা চালুর প্রস্তাব আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। শীঘ্রই তা অনুমোদন হয়ে আসবে। তাতে আগামী জানুয়ারি মাস থেকে এই নতুন পরিষেবাগুলি চালু হবে। এর মধ্যে রয়েছে, এনজেপি থেকে তিনধারিয়া পর্যন্ত একটি স্পেশাল জয়রাইড। এটি বিকেলে চলবে। এর পাশাপাশি এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেনের আরও একটি স্থায়ী পরিষেবা চালু করা হচ্ছে। সকাল সাড়ে ৭টায় এনজেপি থেকে ওই টয় ট্রেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হবে। এছাড়া দার্জিলিং ও ঘুমের মধ্যে আরও চারটি নতুন জয়রাইড চালু করা হচ্ছে। এই বাড়তি পরিষেবার জন্য বেঙ্গালুরু থেকে টয় ট্রেনের দু’টি হেরিটেজ ইঞ্জিন এনেছে ডিএইচআর। ২৯ নভেম্বর ঘুম ফেস্টিভালেই ওই দু’টি ইঞ্জিন যাত্রা শুরু করবে।
পর্যটন ব্যবসায়ীরা এনজেপি থেকে দার্জিলিংয়ে যাওয়ার টয় ট্রেন পরিষেবার চাহিদার কথা ডিএইচআর’কে জানিয়েছিলেন। সকালে সেভাবে টয় ট্রেনের পরিষেবা ছিল না। এতে দেশ বিদেশের পর্যটকদের এনজেপি থেকে টয় ট্রেন ধরার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হত। সকাল সাড়ে ৯টার সময় এনজেপি থেকে দার্জিলিংয়ের জন্য টয় ট্রেন রয়েছে। সেই কথা মাথায় রেখেই এবার এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত নতুন একটি স্থায়ী টয় ট্রেন পরিষেবা চালু করবে ডিএইচআর। এই নতুন ট্রেনটি সকাল সাড়ে ৭টায় এনজেপি থেকে ছাড়বে বলে জানান ঋষভ চৌধুরি। তিনি বলেন, প্রস্তাব অনুমোদন পাওয়ার পর ভাড়ার তালিকা প্রকাশ করা হবে। ডিএইচআরের এই ছ’টি নতুন পরিষেবা চালুর আগে অনুষ্ঠিত হবে ঘুম উৎসব। ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত এই উৎসবে প্রতিটি স্টেশনকে সাজিয়ে তোলা হবে। সব মিলিয়ে খুশির হাওয়া পর্যটনমহলে।