একটি মাত্র রাস্তাই বেহাল, সংস্কার না হওয়ায় সমস্যায় চর মেঘনার বাসিন্দারা
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, করিমপুর: দীর্ঘ কয়েক বছর রাস্তা সংস্কার না হওয়ায় যাতায়াতের সমস্যায় পড়ছেন হোগলবেড়িয়া সীমান্তের কাঁটাতারের ওপারের গ্রাম চর মেঘনার বাসিন্দারা। গ্রামের একমাত্র যাতায়াতের এই দেড় কিমি রাস্তা বেহাল হয়ে রয়েছে। প্রশাসনের একাধিক জায়গায় জানিয়েও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি।
বর্তমানে গ্রামটিতে প্রায় এক হাজারের বেশি মানুষ বসবাস করেন। এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সীমান্তের ১২০ নম্বর কাঁটাতারের বেড়ার গেটে সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই এই গ্রামে প্রবেশ করা যায়। রাস্তা ছাড়াও এখনও গ্রামের হাজারো সমস্যা মেটেনি বলে গ্রামবাসীদের অভিযোগ।
গ্রামের বাসিন্দা শুভেন্দু বিশ্বাস জানান, আগে গ্রামের একমাত্র রাস্তা মাটির ছিল। বছর আটেক আগে সেই মাটির রাস্তার উপর প্রথম ইট ফেলে পিচের রাস্তা তৈরি হয়েছিল। কিন্তু তার মাস ছ’য়েকের মধ্যেই রাস্তা বেহাল হয়ে যায়। তারপর থেকে পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট, বিধানসভা ভোট চলে গেলেও রাস্তা মেরামত হয়নি। গ্রামের কোনও উন্নতিও হয়নি।
অমিত মাহাত বলেন, এই গ্রামের প্রতি কারও কোনও ভ্রূক্ষেপ নেই। রাস্তার সমস্যা তো আছেই। এছাড়াও বহুবার জানিয়েও কাঁটাতারের বেড়ার সমস্যা মেটেনি। সন্ধ্যা হলেই এই চর মেঘনা গ্রামের মানুষকে কাঁটাতারের বেড়ার মাঝে কার্যত বন্দি জীবন কাটাতে হয়। ভোট যায়, ভোট আসে, কিন্তু পানীয় জল থেকে শুরু করে গ্রামের মধ্যে একমাত্র বেহাল রাস্তার কোনও কাজ হয় না। পুজোর সময়ে রাস্তায় জমে থাকা জল কাদার মধ্যে যাতায়াত করতে হয়েছে। কয়েক মাস আগে বিধায়ক গ্রামে আসলে তাঁকে এই রাস্তা নিয়ে বাসিন্দারা ক্ষোভের কথা জানিয়েছেন।
গ্রামের পঞ্চায়েত সদস্য সুমিত্রা মাহাত বলেন, কাঁটাতারের বেড়ার গেট থেকে গ্রামের মধ্যে দিয়ে যাওয়া মাথাভাঙা নদী ও বিএসএফ ক্যাম্প পর্যন্ত রাস্তা করতে যে টাকার প্রয়োজন, তা পঞ্চায়েতের পক্ষে খরচ করা সম্ভব নয়। যে কারণে ব্লক অফিসকে বিষয়টি জানানো হয়েছিল। যদিও হোগলবেড়িয়া গ্রাম পঞ্চায়েত
প্রধান রুমা ঘোষ বলেন, বছর তিনেক আগে পঞ্চায়েতের পক্ষ থেকে জল নিকাশির জন্য চার লক্ষ টাকা ব্যয়ে রাস্তার একদিক দিয়ে নিকাশি নালা তৈরির কাজ শুরু করা হয়েছিল। কিন্তু গ্রামের কয়েকজন বাসিন্দা সেই নালা তৈরির জন্য জমি ছাড়তে চাননি। যে কারণে কাজ শুরু হওয়ার পরপরই বন্ধ করে দিতে হয়। জল জমে থাকার ফলে গ্রামে রাস্তা এখন বেহাল হয়ে পড়ছে। তবে, নতুন করে কাজ শুরু করা যায় কি না তা দেখা হবে।
করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় বলেন, চর মেঘনা গ্রামের বেহাল রাস্তা মেরামতের বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্রুত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি রাস্তা সংস্কার করা হবে। কাঁটাতারের ওপারের গ্রাম চর মেঘনার বেহাল রাস্তা। -নিজস্ব চিত্র