সংবাদদাতা, হলদিয়া: সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি আয়েজিত ৫৩তম মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার চৈতন্যপুরের রামপুরে সমিতির নিজস্ব ভবনে আন্তঃবিদ্যালয় মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা হয়েছে। হলদিয়া বিধানসভার সুতাহাটা এবং হলদিয়া পুরসভা এলাকায় মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত প্রায় ৫০টি স্কুলের পড়ুয়াদের নিয়ে ওই মেধাবৃত্তির আয়োজন করা হয়। গত ৫০বছর ধরে ছাত্রছাত্রীদের নিয়ে মেধাবৃত্তি, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে চলেছে ওই সংস্থা। এবার ৮০০জন ছাত্রছাত্রী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। সবচেয়ে বেশি ১২জন ছাত্রী মেধাবৃত্তি পেয়েছে বাজিতপুর সারদামণি বালিকা বিদ্যালয় থেকে। এজন্য মেধা তালিকায় শীর্ষে রয়েছে ওই স্কুল। তারাই এবছরের চ্যাম্পিয়ন স্কুলের ট্রফি পাবে। ১১জন পড়ুয়া মেধাবৃত্তি পাওয়ায় স্কুলভিত্তিক মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড টেন ক্লাস সেকেন্ডারি হাইস্কুল। ওই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চৈতন্যপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষানিকেতন। আশ্রম স্কুলের ১০জন পড়ুয়া মেধাবৃত্তি পেয়েছে। রানিচকে হলদিয়া গভর্নমেন্ট স্পনসর্ড বিবেকানন্দ বিদ্যাভবন স্কুল রয়েছে চতুর্থ স্থানে। ওই স্কুলের পাঁচজন মেধাবৃত্তি পেয়েছে। হলদিয়া হাইস্কুল পঞ্চম ও চকদ্বীপা হাইস্কুল ষষ্ঠ স্থানে রয়েছে। মেধা তালিকায় মোট ১১টি স্কুল রয়েছে। মেধাবৃত্তি পরীক্ষায় ক্লাস ফাইভের স্নেহাংশু জানা ৮৯ শতাংশ নম্বর পেয়ে ‘টপার অব দ্য টপার্স’ হয়েছে। এদিন ফলপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক দেবাশিস পাহাড়ি, সহ সভাপতি কমলেশ চক্রবর্তী, অলোকরঞ্জন দাস সহ ৪০জন শিক্ষক ও শিক্ষানুরাগী। সাধারণ সম্পাদক বলেন, এই সংস্থা সুতাহাটার শিক্ষক-শিক্ষিকা ও শুভানুধ্যায়ীদের অর্থানুকূল্যে পরিচালিত হয়। তাঁরাই পড়ুয়াদের উৎসাহিত করতে মেধাবৃত্তির জন্য অর্থ সহায়তা করেন। পঞ্চম থেকে একাদশ শ্রেণি পর্যম্ত প্রতিটি ক্লাসের প্রথম দশজনকে বৃত্তি দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন বছরে শিক্ষাবিদ প্রতাপচন্দ্র চন্দ্র, বিজ্ঞানী মণিলাল ভৌমিকের মতো কৃতী মানুষজন অতিথি হয়ে এসেছেন।
চৈতন্যপুরের রামপুরে সুতাহাটা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি আয়েজিত ৫৩ তম মেধাবৃত্তি পরীক্ষার ফল ঘোষণা চলছে।-নিজস্ব চিত্র