• দেড় মাস পর ফের শুরু কাঁকসার আড়া মোড় থেকে শিবতলা পর্যন্ত রাস্তার কাজ
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মানকর: দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে ফের শুরু হল কাঁকসার মলানদিঘি পঞ্চায়েতের আড়া মোড় থেকে শিবতলা মোড় পর্যন্ত রাস্তার কাজ। এসআরডিএ-র তত্ত্ববধানে এই কাজ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন দুর্গাপুজোর পর থেকে প্রায় দেড় মাস ধরে কাজ বন্ধ রয়েছে। বেহাল রাস্তায় চলা দায় হয়ে যাচ্ছে। প্রশাসনের হুঁশ নেই। সেই খবর বর্তমান পত্রিকায় প্রকাশিত হতেই নড়েচড়ে বসে প্রশাসন। দ্রুত শুরু হয় কাজ। মলানদিঘি পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বরূপ চট্টোপাধ্যায় বলেন, গুরুত্বপূর্ণ এই রাস্তার কাজ শুরু হয়েছে। খুশি এলাকার বাসিন্দারা। 

    স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে কাঁকসা এলাকা থেকে সহজে দুর্গাপুরে যাওয়া যায়। কাঁকসা ছাড়া আউশগ্রাম বা বীরভূম থেকেও দুর্গাপুর যেতে এই রাস্তাটি বহু মানুষ ব্যবহার করেন। দুর্গাপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুল, হাসপাতালে যাওয়া যায় এই রাস্তায়। ফলে প্রচুর যানবাহন চলাচল করে। কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য বলেন, রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের উদ্যোগে রাস্তা সংস্কারে এসআরডিএ থেকে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করা হচ্ছে। পেভার ব্লক দিয়ে পুরো রাস্তা তৈরি করা হবে। কিন্তু সংস্কার কাজ শুরু হয়েও বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন বাসিন্দাদের একাংশ। অবশেষে কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা বরুণ ঘোষাল বলেন, দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় মানুষের দুর্ভোগ হচ্ছিল। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কাজ শেষ করবে।
  • Link to this news (বর্তমান)