• দিল্লি বিস্ফোরণে আরামবাগে বাড়তি সতর্কতা, শীতবস্ত্র বিক্রেতাদের নথি দিতে হবে থানায়
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: সম্প্রতি দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ওই ঘটনার পর দেশের বিভিন্ন জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশ নাকা চেকিংও চালাচ্ছে। আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গাতেই চেকিং বাড়িয়েছে পুলিশ। বিভিন্ন থানার সীমানা এলাকাগুলিতেও বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। সেইসঙ্গে উত্তরপ্রদেশ সহ ভিনরাজ্য থেকে আসা শীতবস্ত্র ব্যবসায়ীদেরও সতর্ক করে পুলিশ। বৃহস্পতিবার তাদের কাছ থেকে তথ্য সংগ্রহে পথে নামে পুলিশ। পাশাপাশি তাঁদের তথ্য থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। 

    অপ্রীতিকর ঘটনা এড়াতে আরামবাগে তৎপর পুলিশ। বৃহস্পতিবার আরামবাগ শহরের বিভিন্ন জায়গায় শীত বস্ত্র বিক্রেতার অস্থায়ী দোকানে যান আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আইসি রাকেশ সিং প্রমুখ। তাঁরা শীতবস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি থানায় গিয়ে তাঁদের পরিচয়পত্র, ফোন নম্বর সহ নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

    এদিন আরামবাগের সিংপাড়া, পল্লিশ্রী, কালীপুর, গৌরহাটি মোড় প্রভৃতি এলাকায় অস্থায়ী দোকানগুলিতে পুলিশ আধিকারিকরা পরিদর্শনে যান। তাঁরা শীত বস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাঁরা কোথায় থাকছেন। কবে এসেছেন। সংশ্লিষ্ট জমিতে ব্যবসা করার অনুমতি রয়েছে কি না, তার খোঁজ খবর নেন। বিক্রেতারা পুলিশ আধিকারিকদের প্রশ্নের উত্তর দেন। 

    আরামবাগের এসডিপিও বলেন, শীতবস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে তাঁরা উত্তর ভারত থেকে এসেছেন। প্রতি বছরই শীতবস্ত্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা হয়। এবারও তাঁদের নথি থানায় দিতে বলা হয়েছে। এদিন পাঁচটি দোকানে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। তাঁদের সঙ্গেও যাতে কোনও ধরনের ঘটনা না ঘটে, সেই দিকটিও পুলিশ নজরে রাখবে। 

    পুলিশের এক আধিকারিক বলেন, শীত পড়তেই ভিনরাজ্য থেকে ওইসব বিক্রেতারা এসেছেন। তাঁদের ব্যাপারে তথ্য ভাণ্ডার তৈরি করে রাখা হয়। এমনকি, তাঁদের তথ্য যাচাইও করা হবে। এজন্য তাঁদের ঠিকানার সংশ্লিষ্ট থানার সঙ্গেও প্রয়োজনে যোগাযোগ করবে পুলিশ। এই মরশুমে তাঁদের পরিচিত নতুন কোনও ব্যক্তি এলেও দ্রুত থানায় জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনও ধরনের অপরাধ যাতে না হয় তা নিশ্চিত করতেই আগাম এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই অনেকে থানায় এসে নথি জমা করেছেন। প্রতি বছরই ভিন রাজ্য থেকে বিক্রেতারা আরামবাগে শীত বস্ত্র, কম্বল বিক্রি করতে আসেন। তাঁরা বিভিন্ন জায়গায় অস্থায়ী দোকান করেন। সম্প্রতি তাঁরা কয়েকটি জায়গায় দোকান বানিয়েছেন। কয়েক মাস ধরে তাঁরা সেখানে ব্যবসা করবেন। তাঁদের সঙ্গে যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশ সেই দিকটিও নিশ্চিত করতে চায়। ব্যবসায়ীদের অনেকের দাবি, তাঁরা প্রতিবছর আরামবাগে ব্যবসা করতে আসেন। কেউ কেউ অবশ্য এবার নতুন এসেছেন। বিগত দিনে তাঁরা থানায় গিয়ে পরিচয় পত্রের নথি জমা করেছেন। এবারও পুলিশ আধিকারিকরা এসে পরিচয় জানতে চান। পুলিশের নির্দেশ মতো থানায় গিয়ে নথি জমা দেব।
  • Link to this news (বর্তমান)