• ওয়েবসাইটে অমিল ২০০২ সালের তালিকা, দুশ্চিন্তায় পূর্বস্থলীর বেলগাছির ২৪৯ নম্বর বুথের বাসিন্দারা
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, কাটোয়া: পূর্বস্থলীর বেলগাছি গ্রামে একটি বুথের ২০০২ সালের এসআইআরের তালিকা কার্যত উধাও হয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট তন্নতন্ন করে খুঁজলেও কোথাও তালিকা মিলছে না। তার বদলে কমিশনের সাইটে রয়েছে ২০০৩ সালের তালিকা। প্রশাসনের আধিকারিকরাও কোনও সদুত্তর দিতে পারছেন না। ইনিউমারেশন ফর্ম বিলি হলেও কেউই তা পূরণ করতে পারছেন না। বিএলও বাধ্য হয়েই ওই বুথে কাজ বন্ধ রেখেছেন। এবার কী হবে? ভোটাররা কি ২০০৩ সালের তালিকা ধরেই ফর্ম পূরণ করবেন? তাও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত স্পষ্ট করা হয়নি। দুশ্চিন্তায় ঘুম উড়ে গিয়েছে বাসিন্দাদের। কালনার মহকুমা শাসক অহিংসা জৈন বলেন, ওই বুথের ২০০২ সালের ভোটার তালিকা পাওয়া যাচ্ছে না। আমরা বিষয়টি জেলা প্রশাসন ও নির্বাচন দপ্তরে জানিয়েছি।

    পূর্বস্থলী-২ ব্লকের কালেখাঁতলা-২ পঞ্চায়েতের বেলগাছি গ্রামে একটিই মাত্র বুথ রয়েছে। এটি পূর্বস্থলী উত্তর বিধানসভার অধীন। বাসিন্দাদের ভোটকেন্দ্র হল বেলগাছি জিএসএফপি স্কুল। যার বুথ নম্বর ২৪৯। সেই বুথে বর্তমানে ৯৪৬জন ভোটার রয়েছে। আগে এটি ১৮৫ নম্বর বুথ ছিল। পরে বুথ নম্বর বদলে যায়। প্রথমে বুথের প্রতিটি ভোটারকেই বিএলও সাতী মজুমদার ইনিউমারেশন ফর্ম বিলি করেন। এরপর ভোটাররা ফর্ম পূরণ করতে গিয়ে দেখেন, কমিশনের ওয়েবসাইটে ওই বুথের ২০০২ সালের তালিকা নেই। তার বদলে ২০০৩ সালের তালিকা রয়েছে। তাঁরা বিষয়টি বিএলওকে জানান। তিনি তা প্রশাসনকে জানান। প্রশাসনের পক্ষ থেকে ওই বিএলওকে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। বিএলও সাতী মজুমদার বলেন, আমি নিজেও ওই তালিকা পাইনি। তাই ভোটারদের আপাতত ফর্ম পূরণ করতে নিষেধ করেছি। তবে, প্রশাসন বিষয়টি দেখছে। 

    গ্রামের বাসিন্দা গোপেশ্বর মণ্ডল, শ্রীবাস দাস, মমতা দাস, সন্ধ্যা দাসরা বলেন, আমরা কেউই ২০০২ সালের তালিকা পাচ্ছি না। ব্লকে গিয়েও লাভ হয়নি। এখন আমরা যথেষ্ট চিন্তায় আছি। কবে সেই তালিকা পাব আর কবেই বা ফর্ম পূরণ করব। 

    স্থানীয় বিজেপির পঞ্চায়েত সদস্য সবুজ দাস বলেন, আমরা বিডিওকে বারবার বলেও কোনও ফল পাইনি। পূর্বস্থলী উত্তর কেন্দ্রের বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানিয়েছি। আসলে জেলা থেকেই তালিকা আসেনি। আশাকরি দ্রুত সমস্যা সমাধান হবে।

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র ওই বুথের ২০০২ সালের তালিকাটাই পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসনের তরফে রাজ্য নির্বাচন দপ্তরকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)