ডেটা এন্ট্রির কাজে গররাজি মেদিনীপুরে বিএলওদের বিক্ষোভ
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: ডেটা এন্ট্রির কাজ করতে না চেয়ে বৃহস্পতিবার মেদিনীপুর সদর বিডিও অফিসে বিএলওরা বিক্ষোভ দেখালেন। তাঁদের অভিযোগ, এসআইআর ট্রেনিংয়ের সময় তাঁদের জানানো হয়েছিল-ফর্ম বিলি ও পূরণ করা ফর্ম সংগ্রহ করে বিডিও অফিসে জমা দিতে হবে। মেদিনীপুর বিধানসভা এলাকার বিএলওরা কঠোর পরিশ্রম করে সেই কাজ করছেন। কিন্তু বৃহস্পতিবার এক ট্রেনিংয়ে বলা হয়েছে, বিএলওদের ডেটা এন্ট্রি-অর্থাৎ এলাকার মানুষের থেকে সংগৃহীত তথ্য অনলাইনে নথিভুক্তও করতে হবে। বিএলওদের এই বিক্ষোভে বিড়ম্বনায় পড়েছে প্রশাসন।
পশ্চিম মেদিনীপুরের মহকুমা শাসক মধুমিতা মুখোপাধ্যায় বলেন, ইনিউমারেশন ফর্ম বিলি, সংগ্রহ ও ডিজিটাইজেশন বিএলওদেরই কাজ। তাঁরা যে সমস্যার কথা বলছেন, সেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
এদিন মেদিনীপুরে বিডিও অফিসে বিক্ষোভে শামিল হয়েছিলেন বিএলও সঞ্জিতকুমার ঘড়া। তিনি বলেন, কঠোর পরিশ্রম করে ফর্ম বিলি করছি। এখন শুনছি, ডেটা এন্ট্রির কাজও আমাদেরই করতে হবে। এটা একেবারেই মেনে নেওয়া যাবে না। বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি। আমাদের মধ্যে অনেকেই বয়স্ক মানুষ। তাঁদের পক্ষে এই ডেটা এন্ট্রির কাজ করা সম্ভব নয়।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে এসআইআর-এর ফর্ম বিলি শুরু হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় ৪৩৩৩জন বিএলও রয়েছেন। ভোটারসংখ্যা ৪০লক্ষ ১৫হাজার ৮৯৭। ইতিমধ্যেই প্রায় ৩৮লক্ষ ভোটারের কাছে ফর্ম পৌঁছে দেওয়া হয়েছে। এমন সময়ে হঠাৎ বিএলওদের বিক্ষোভে প্রশাসন সমস্যায় পড়েছে। এক বিএলও বলেন, ফর্ম পৌঁছে দিতেই কালঘাম ছুটে যাচ্ছে। সবাইকে খুঁজে পাওয়া সম্ভব হচ্ছে না। ফর্ম জমা নেওয়ার সময় সমস্যা আরও বাড়বে। কিন্তু এরপর আর ডেটা এন্ট্রির সময় পাওয়া যাবে না। প্রশাসনের এক আধিকারিক বলেন, ভোটারদের তথ্য ডিজিটাইজেশন করার কাজ অন্য কেউ করতেই পারবে না। কারণ এই কাজের জন্য লগইন আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন। বিএলওদেরই এই কাজ করতে হবে।-নিজস্ব চিত্র