• এসআইআরকে রাজনৈতিক লাভের জন্য ব্যবহার করছে কেন্দ্র: চন্দ্রিমা
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ঘাটাল: রাজনৈতিক লাভের জন্য এসআইআরকে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার এবং বাংলার মানুষের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করছে। বৃহস্পতিবার ঘাটালে এসে এমনই মন্তব্য করলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 

    এদিন ঘাটাল টাউন হলে মহিলা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার কর্মিসভা ছিল। সেখানে তিনি ওই কথা বলেন। তিনি আরও বলেন, তৃণমূল কখনও রাজনৈতিক লাভ দেখে না। তৃণমূলের লড়াই হল মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য। তিনি তৃণমূল মহিলা কর্মীদের দলের ‘মেরুদণ্ড’ বলে বর্ণনা করেন এবং তাঁদের আরও সক্রিয়ভাবে কাজ করতে উৎসাহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, মহিলারা প্রতিটি বাড়িতে পৌঁছে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করতে পারে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, বিশেষ করে মহিলাদের জন্য চালু করা কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা এবং গুরুত্ব তুলে ধরেন। মন্ত্রী  বলেন, এই প্রকল্পগুলো মহিলাদের ক্ষমতায়ন ও আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ দিয়েছে। কর্মীদের আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত হতে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।  সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিভাজনের রাজনীতি, বাংলার প্রতি বঞ্চনা এবং কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের মতো বিষয় নিয়ে কঠোর সমালোচনা করেন। মহিলা তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সভানেত্রী তনয়া দাস বলেন, এদিনের কর্মিসভায় রাজ্য সভানেত্রী ছাড়াও দলের জেলা সভাপতি অজিত মাইতি, মন্ত্রী শিউলি সাহা, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আশিস হুদাইত, দলের ঘাটালে ব্লক সভাপতি দিলীপ মাজি প্রমুখ উপস্থিত ছিলেন। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)