• নৈহাটিতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, তুমুল বিক্ষোভ
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে বুধবার রাতে উত্তেজনা ছড়াল নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে। মৃতার নাম রাখি বিশ্বাস (৩২)। তিনি বিবাহিত। বাড়ি বাসুদেবপুর থানার কেউটিয়া অশ্বত্থ তলায়। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় রাখির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যাবেলা বুকে ব্যথা নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছিল নৈহাটি হাসপাতালে। বুধবার সকালে ভালোই ছিলেন। বিকেল থেকে হঠাৎ ফের বুকে ব্যথা শুরু হয়। বমি হয়। তখন তাঁকে ইঞ্জেকশন দেওয়া হয়। কিছুক্ষণ পর মৃত্যু হয় তরুণীর। পরিবারের দাবি, ভুল ইঞ্জেকশন দেওয়ার ফলেই মেয়ের মৃত্যু হয়েছে। কর্তব্যরত নার্স ও চিকিৎসকের শাস্তির দাবিতে সরব হন রোগীর পরিবার ও পরিজনরা। তুমুল বিক্ষোভ দেখান তাঁরা। উত্তেজনা প্রশমিত করতে হাসপাতালে আসে র‍্যাফ সহ নৈহাটি থানার পুলিশ।  

    মৃতার মা মিতা মণ্ডল জানান, বুকে ব্যথা নিয়ে মঙ্গলবার সন্ধেবেলা মেয়েকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার মেয়েকে ছুটিও লিখে দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই ফের বুকে ব্যথা শুরু হয়। কর্তব্যরত নার্স মেয়েকে ইঞ্জেকশন পুশ করেন। বিকেলের দিকে মেয়েকে বাড়ি নিয়ে যেতে বলা হয়েছিল। মেয়েকে নিতে এসে দেখি, ওঁর মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় মেয়ের মৃত্যু হয়েছে। ভুল ইঞ্জেকশন দেওয়া হয়েছে। যে রোগী ছুটি দেওয়ার মতো অবস্থায় ছিল, সে মারা গেল কীভাবে? 

    নৈহাটি হাসপাতালের সুপার অমিত দুবে বলেন, সকাল থেকে রোগীর কোনও সমস্যা ছিল না, হঠাৎ বিকেলের দিকে হার্ট অ্যাটাক হয়ে যায়। বমির জন্য ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। পরিবার লোকেদের আমরা বলেছি, আপনারা চাইলে মৃতদেহ ময়নাতদন্ত করতে পারেন। ওরা করাননি। স্বাস্থ্যদপ্তরের কর্তারা বিষয়টি খতিয়ে দেখেছেন। গোটা চিকিৎসা পদ্ধতি খতিয়ে দেখা হয়েছে। আমরাও চাইছি তদন্ত হোক। যদি গাফিলতি থাকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)