বনগাঁয় বকেয়া আদায়ের দাবিতে ঠিকাদারদের অবস্থান বিক্ষোভ
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, বনগাঁ: পুরসভার কাজ করা হয়েছে, কিন্তু মেলেনি পাওনা। সেই পাওনা আদায়ের জন্য পুরসভায় ঘুরে ঘুরে কেটে গিয়েছে বেশ কয়েকটি বছর। এবার বকেয়া পাওনা আদায়ের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করলেন পুরসভার ঠিকাদাররা। বৃহস্পতিবার পুরসভায় বিক্ষোভ বসেন প্রায় ৫০ জন ঠিকাদার। তাঁদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁদের বকেয়া পরিশোধ না করে অসাধু ঠিকাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে।
ঠিকাদারদের দাবি, বর্তমান পুর বোর্ডের আমলে যেমন পাওনা রয়েছে, তেমনই গত বোর্ডের আমলের টাকাও মেলেনি। প্রায় পাঁচ ঘণ্টা বিক্ষোভ চলার পর পুরসভার আধিকারিকরা বকেয়া মেটানোর বিষয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন ঠিকাদাররা। এবিষয়ে ঠিকাদার অসীম দাস বলেন, গত বোর্ডের আমল থেকে আমাদের পাওনা রয়েছে। বারবার চেয়ারম্যানের কাছে জানিয়েও সুরাহা হয়নি। বাধ্য হয়ে আজ আমরা বিক্ষোভ দেখাচ্ছি। যদিও এবিষয়ে পুরপ্রধান গোপাল শেঠ কোনও মন্তব্য করতে চাননি।