• আইনি নথি চেপে ২ কোটির সম্পত্তি বিক্রির অভিযোগে গ্রেফতার বৃদ্ধা
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতের আইনি নিষেধাজ্ঞার নথিকে বেমালুম চেপে গিয়ে ভুয়ো নথি দিয়ে ঘুরপথে শহরে ২ কোটি টাকার বেশি দামের একটি সম্পত্তি বিক্রির অভিযোগ উঠল। ঘটনার তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার পুলিশ গ্রেফতার করল এক অভিযুক্ত বৃদ্ধাকে। তাঁর হেপাজত মেলা নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ। বৃহস্পতিবার ধৃতকে ব্যাঙ্কশালের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট অতনু মণ্ডলের (সিজেএম) আদালতে হাজির করা হয়। বিচারক তাঁকে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেপাজতে পাঠানোর নির্দেশ দেন। সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী এদিন আদালতে বলেন, অভিযোগকারী ব্যক্তি প্রতারিত হওয়ার পর পুলিশে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে জানতে পারেন, বিক্রি হওয়া সম্পত্তির উপর আদালতের যে নিষেধাজ্ঞা ছিল, সেই বিষয়টি ঘুণাক্ষরে জানতে পারেননি অভিযোগকারী ব্যক্তি। ফলে টাকা দেওয়ার পর সম্পত্তির দখল নিতে গিয়ে তিনি সমস্যায় পড়েন।
  • Link to this news (বর্তমান)