সংবাদদাতা, বারুইপুর: গোরু পাচারের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক দুষ্কৃতীকে গ্রেফতার করল জয়নগর থানার পুলিশ। আইসি পার্থসারথি পালের নির্দেশে পুলিশ তদন্তে নেমে বুধবার রাতে মগরাহাট থানার যুগদিয়া এলাকা থেকে গাড়ি সমেত তাঁকে ধরে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুদীন বন্দ্যোপাধ্যায়। বাড়ি মগরাহাট থানার যুগদিয়া এলাকায়। তবে গরুটি এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গাড়িটি হাওড়া জেলার। ধৃত দুষ্কৃতীর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। জানা গিয়েছে, জয়নগরের হরিনারায়ণপুর পঞ্চায়েতের রায়পুর শরৎপল্লির বাসিন্দা মিঠুন সরকারের গোরু চুরি যায় বুধবার। গোয়ালে গোরু দেখতে না পেয়ে তিনি থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে সিসি ক্যামেরার ফুটেজ জোগাড় করে। তাতে দেখা যায়, একটি চারচাকার গাড়িতে কয়েকজন দুষ্কৃতী এসে বাড়ির গেট ভেঙে ভিতরে ঢোকে। তারপরে গোরু নিয়ে গাড়িতে তুলে পগারপার হয়। এরপরে ওই সিসি ক্যামেরার সূত্র ধরে এই চক্রের পান্ডাকে ধরে পুলিশ।