বদলে গেল গঙ্গাসাগরে যাওয়ার ভেসেলের টিকিট কাটার পদ্ধতি
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: গঙ্গাসাগরে যাওয়ার ভেসেলের জন্য চালু হল অটোমেটিক টিকিট কাটার মেশিন। এতদিন পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে ভেসেল পারাপারের জন্য কাগজের ছাপানো টিকিট ব্যবহার করা হতো। এক্ষেত্রে সঠিক হিসেব পাওয়ার সমস্যা ছিল। এবার ঠিক হয়েছে, ২০২৬ সালের গঙ্গাসাগর মেলার আগে থেকেই মেশিনের মাধ্যমে যাত্রীদের টিকিট দেওয়া হবে। বৃহস্পতিবার রাতে কচুবেড়িয়া ভেসেল ঘাটে এই মেশিনের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি বলেন, এর ফলে যাত্রীরা খুব কম সময়ের মধ্যে টিকিট কাটতে পারবেন। অতীতে এই মেশিনে টিকিট কাটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যা কেটে গিয়েছে। নিজস্ব চিত্র