• শহরের আটটি জায়গায় হবে ছোটো-বড়ো একাধিক রাস্তা
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে বাড়ছে জনবসতি। বিভিন্ন অঞ্চলে বেড়েছে জনঘনত্ব। পাল্লা দিয়ে বেড়েছে যানবাহনও। কিন্তু শহরে রাস্তার সংখ্যা বাড়েনি, যা ছিল তাই রয়েছে। যা বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত চওড়া নয়। ফলে, নতুন করে শহরের বিভিন্ন অংশে যেখানে সড়ক উন্নয়নের সুযোগ রয়েছে, সেখানে নতুন নতুন পরিকল্পনা করা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, আপাতত শহরের আটটি জায়গায় কোথাও নতুন রাস্তা, কোথাও পুরনো রাস্তা চওড়া করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে, কাজ যে এখনই শুরু হচ্ছে, এমনটা নয়। আপাতত এইসব জায়গায় কোথায় কতটা রাস্তা বানানো সম্ভব, তা মাপজোক করা হচ্ছে।

    পুরসভার সার্ভেয়ার বিভাগ আপাতত এই রাস্তাগুলির অ্যালাইমেন্ট ঠিক করেছে। সেই অনুসারে রিপোর্ট জমা পড়েছে। সেগুলি পুরসভার মেয়র পরিষদের বৈঠকেও পাশ করানো হয়েছে। এবার ধাপে ধাপে সেই সব রাস্তায় কাজ করা হবে। জানা গিয়েছে, ই এম বাইপাসের ধারে চায়না টাউনের ভিতরে একটি নতুন ৮০ ফুট চওড়া রাস্তা বানানোর প্রস্তাব এসেছে। সেখানে মঠেশ্বরতলায় দু’টি নামী ডেভেলপলিং সংস্থা বড় বড় আবাসন প্রকল্প হাতে নিয়েছে। ফলে, ওই আবাসন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন রাস্তা বানানো হবে সেখানে। তবে, চায়না টাউনের গেট ভাঙা অক্ষত রাখা হবে। তার বদলে পাশেই আরেকটি বিল্ডিংয়ের পাশ দিয়ে নতুন রাস্তা বের করা হবে। ১০৯ নম্বর ওয়ার্ডে চকগড়িয়া এলাকায় একটি বেসরকারি হাসপাতাল থেকে একটি বহুতল কমপ্লেক্স পর্যন্ত নতুন রাস্তা তৈরি হবে। বর্তমানে সেখানে মাঠে রয়েছে। প্রায় হাফ কিলোমিটার দৈর্ঘ্যের ২০ ফুট চওড়া রাস্তা হবে। এছাড়াও, রাসবিহারীর পণ্ডিতিয়া রোডে একটি বাই লেন ৩০ ফুট চওড়া করা হবে। মিলন মেলা প্রাঙ্গণের পশ্চিম পাড়ে নতুন ৩০ ফুট চওড়া রাস্তা হবে। সেটিও মঠেশ্বরতলা থেকে সোজা সায়েন্স সিটি হয়ে পার্ক সার্কাস কানেক্টরে মিশবে। পাশাপাশি, জীবনানন্দ সেতুর নীচে সেলিমপুর রোডের সঙ্গে সংযোগকারী নতুন ৩০ ফুট চওড়া রাস্তা হবে। বেলেঘাটায় ক্যানাল সাউথ রোড চিংড়িঘাটা থেকে শিয়ালদহ পর্যন্ত ৫০ ফুট চওড়া রাস্তা হবে। চাউলপট্টি রোড ৩০ থেকে ৪০ ফুট চওড়া করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, বাইপাসের উপরে একটি বেসরকারি নামী স্কুলের সামনে থেকে নোনাডাঙা হয়ে অন্য একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত খালপাড় বরাবর একটি রাস্তা রয়েছে। আপাতত বাইপাস থেকে নোনাডাঙা পর্যন্ত সেই দু’কিলোমিটার রাস্তা ৮০ ফুট চওড়া করা হবে।
  • Link to this news (বর্তমান)