• ভুয়ো নথি দিয়ে সিম তুলে বিক্রি সাইবার প্রতারকদের কাছে, গ্রেফতার অভিযুক্ত
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভুয়ো নথি দিয়ে সিম তুলে সাইবার জালিয়াতদের কাছে তা বিক্রি করা হতো। এমন অভিযোগে বাসন্তী থেকে সৌরভ লস্কর নামে এক ব্যক্তিকে বুধবার রাতে গ্রেফতার করল কাশীপুর থানা। দীর্ঘদিন ধরেই তিনি এই কাজ করছিলেন বলে অভিযোগ। তাঁর মাধ্যমে কত সিম রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছে, জিজ্ঞাসাবাদ করে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

    কিছুদিন আগে কাশীপুর থানায় এক ব্যক্তি অভিযোগ জানান যে, তিনি অনলাইন জালিয়াতির শিকার হয়েছেন। তাঁর অ্যাকাউন্ট থেকে ৩০ লক্ষ টাকা উঠে গিয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, একটি নম্বর থেকে তাঁর কাছে ফোন এসেছিল। সেই নম্বরের সূত্র ধরে তদন্তকারীরা জানতে পারেন সিমটি ইস্যু হয়েছে বাসন্তী এলাকা থেকে। সিমের জন্য জমা দেওয়া নথি পরীক্ষা করতে গিয়ে জানা যায়, সেটি ভুয়ো। যে দোকান থেকে এই সিমটি তোলা হয়েছিল, সেখানে পৌঁছন তদন্তকারীরা। তাঁরা জানতে পারেন বিভিন্ন দোকান থেকে গোছা গোছা সিম তুলছেন সৌরভ লস্কর নামে এক যুবক। তিনি বাসন্তীর বাসিন্দা। এরপরই তাঁকে বুধবার গ্রেফতার করা হয়। জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, তিনি ভুয়ো নথি তৈরি করতেন। সেগুলির বিনিময়ে বিভিন্ন দোকান থেকে সিমও তুলতেন। এরপর সেগুলি বিক্রি করতেন সাইবার জালিয়াতদের কাছে। এক একটি সিম দেড় থেকে দু’হাজার টাকায় বিক্রি করা হতো বলে জানা গিয়েছে।

    তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত সৌরভের সঙ্গে জালিয়াতদের পরিচয় হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তাঁরা তাঁকে জানান, সিম সরবরাহ করলে ভালো টাকা পাওয়া যাবে। সেইমতো তিনি সিম বিক্রি করতেন। তার সঙ্গে মালদহ, মুর্শিদাবাদ,সহ বিভিন্ন জেলায় সাইবার অপরাধে যুক্ত ব্যক্তিদের পরিচয় রয়েছে। তাদের সূত্র ধরে ভিন রাজ্যে সাইবার প্রতারকদের সঙ্গেও আলাপ হয়েছিল। ক্যুরিয়ারের মাধ্যমে তিনি ভিন রাজ্যে সিমগুলি পাঠাতেন। ধৃতের মোবাইলের সূত্র ধরে সাইবার জালিয়াতদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন অফিসাররা।
  • Link to this news (বর্তমান)