নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চড়া সুদের টোপ দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল কলকাতার অফিসপাড়ার একটি সংস্থার বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে সম্প্রতি অর্থনৈতিক অপরাধ দমন শাখা সংস্থাটির এক অভিযুক্ত কর্তাকে গ্রেফতার করে। তার নাম সুভাষ চক্রবর্তী। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে (বিচারভবন) ধৃতের তরফে জামিনের আর্জি জানানো হয়। যদিও মুখ্য সরকারি কৌঁসুলি দীপঙ্কর কুণ্ডু তাতে আপত্তি জানান। তিনি বলেন, ইতিমধ্যে অভিযুক্তের বাড়ি ও ফেয়ারলি প্লেসের অফিসে তল্লাশি চালিয়ে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এক্ষেত্রে অভিযুক্ত জামিন পেলে মামলা ক্ষতিগ্রস্ত হতে পারে। শুনানির শেষে বিচারক অভিযুক্তকে ২৭ নভেম্বর পর্যন্ত জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দেন।