ঘোড়া নিয়ে পদক্ষেপ না করায় এবার রাজ্যের জবাব তলব
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা শহর ও ময়দান চত্বরের ঘোড়াগুলি নিয়ে নির্দেশ অনুযায়ী পদক্ষেপ না করায় রাজ্যের কাছে জবাব চাইল কলকাতা হাইকোর্ট। গত বছর রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরকে ক্যাম্প করে ময়দানের ঘুরে বেড়ানো ঘোড়ার পরিচর্যা, চিকিৎসার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু সেই নির্দেশ কার্যকর হয়নি বলে অভিযোগ। কেন নির্দেশ পালন হয়নি তা জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা তলব করেছে হাইকোর্ট। গত বছর সেপ্টেম্বরে ওই নির্দেশ দেওয়ায় পরও অসুস্থ ঘোড়াগুলি এখনও স্বেচ্ছাসেবি সংস্থার কাছে রয়েছে, সেই ব্যাপারেও রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে হবে। এর আগে ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে অসুস্থ ঘোড়াগুলিকে নিজেদের হেপাজতে রেখে চিকিৎসা ও পরিচর্যা করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। অভিযোগ, ১১টি ঘোড়া তাদের হেপাজতে থাকাকালীন ৩টি তার মধ্যে মারা যায়। তার পরই হাইকোর্ট প্রাণী সম্পদ দপ্তরকে ওই ঘোড়াগুলি নিজেদের হেপাজতে নিয়ে দেখভাল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।