• ঘোষণার দেড় মাস পরেও নেই বিজ্ঞপ্তি, ক্ষোভ
    আনন্দবাজার | ১৪ নভেম্বর ২০২৫
  • প্রাথমিক বিদ্যালয়গুলিতে ১৩৪২১টি শূন্য পদে শিক্ষক নিয়োগের ঘোষণা হয়ে গিয়েছে গত ২৫ সেপ্টেম্বর। অথচ, তার পরে দেড় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও এখনও ফর্ম পূরণের বিজ্ঞপ্তিই বেরোয়নি। দ্রুত সেই বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বৃহস্পতিবার সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখালেন ২০২২ সালে প্রাথমিক টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।

    ওই আন্দোলনকারীরা জানাচ্ছেন, শুধু তাঁরাই নন, এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন ২০২৩ সালের টেট উত্তীর্ণেরাও। এমনকি, যাঁরা ২০১৪ ও ২০১৭ সালে প্রাথমিক টেট পাশ করেছেন, সেই চাকরিপ্রার্থীদেরও অংশ নেওয়ার সম্ভাবনা আছে। ২০২২ সালে টেট উত্তীর্ণ এক চাকরিপ্রার্থী বিদেশ গাজি বলেন, ‘‘২৫ সেপ্টেম্বর শূন্য পদের ঘোষণা করে নিয়োগ-বিধি প্রকাশ করা হল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, পুজোর পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এখনও ফর্ম ফিল-আপই শুরু হল না।’’

    ২০২২ সালের টেট উত্তীর্ণেরা জানান, তাঁরা টেট দিয়েছিলেন ওই বছরের ১১ ডিসেম্বর। পরের বছরের ১০ ফেব্রুয়ারি ফল বেরোয়। তার পর থেকে প্রায় আড়াই বছর অপেক্ষার পরে শূন্য পদের ঘোষণা হল। চাকরিপ্রার্থীরা ভেবেছিলেন, এর পরপরই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ২০২৩ সালে টেট পাশ করা এক প্রার্থী বলেন, ‘‘২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের একাংশের নিয়োগ হয়েছে ২০২২ সালে। তার পর থেকে নিয়োগ বন্ধ।’’ এরই সঙ্গে শূন্য পদের সংখ্যাবাড়ানোর দাবিও তুলছেন চাকরিপ্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘‘সব দিক খতিয়ে দেখে শীঘ্রই ফর্ম ফিল-আপের বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।’’

    অন্য দিকে, বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য ২৩০৮টি শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী ২৫ নভেম্বর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পর্ষদের ওয়েবসাইটে গিয়ে এর জন্য আবেদন করা যাবে।
  • Link to this news (আনন্দবাজার)