• এসএসসি-র শূন্য পদ কমল একাদশ-দ্বাদশে
    আনন্দবাজার | ১৪ নভেম্বর ২০২৫
  • স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে শূন্যপদ কমল। শিক্ষা দফতর ১২৫১৪টি শূন্যপদ পাঠিয়েছিল এসএসসি-কে। তার ভিত্তিতেই পরীক্ষা হয়েছিল। কিন্তু ইন্টারভিউয়ের চূড়ান্ত তালিকা প্রকাশের আগে ফের পদের গণনা করেছে এসএসসি। ১২৫১৪টি পদ থেকে ৬৯টি কমে হয়েছে ১২৪৪৫টি। কেন কমল, তার কোনও ব্যাখ্যা এসএসসি-র কাছে পাওয়া যায়নি।

    পাশাপাশি, একাদশ ও দ্বাদশের নথি যাচাইয়ের কাজ ১৭ নভেম্বর থেকে শুরু করার কথা বলেছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এখনও একাদশ ও দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকাই বেরোয়নি। তাই এসএসসি-র ঘোষিত ১৭ নভেম্বর থেকে নথি যাচাই শুরু করার প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এসএসসি সূত্রে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে।

    এসএসসি-র এক কর্তা বলেন, ‘‘ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এবং নবম- দশমের ফল প্রকাশের কাজ একযোগে চলছে। সব দিক খতিয়ে দেখে তারপরই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করা হবে এবং নবম-দশমের ফল প্রকাশ করা হবে। নবম-দশমের ফলও দ্রুত বের করার চেষ্টা করা হচ্ছে।’’

    এসএসসি-র এক কর্তা জানান, ইন্টারভিউয়ের তালিকা বেরনোর পরে নথি যাচাই শুরু করার জন্য অন্তত তিনদিন সময় দেওয়া হবে। নথি যাচাই হবে কেন্দ্রীয়ভাবে সল্টলেকের করুণাময়ীর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের পাশে এসএসসি নতুন ভবনে। অনেক প্রার্থী হয়তো আছেন, যাঁদের দূর থেকে ট্রেনে করে আসতে হবে। তাঁদের ট্রেনের টিকিট কাটা থেকে শুরু করে কলকাতায় পৌঁছনোর জন্য কিছুটা সময় তো দিতেই হবে। তাই ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পরে নথি যাচাইয়ের জন্য তিনদিন সময় তাঁরা দেবেন।

    এসএসসি জানিয়েছে, একাদশ ও দ্বাদশের ফল প্রকাশের পরে দেখা গিয়েছে, কয়েকটি বিষয়ে আদর্শ উত্তরপত্রে ভুল ছিল। ফলে সেই ভুল সংশোধন করে ফের নতুন করে সেই সব বিষয়ের প্রার্থীদের ফল প্রকাশ করতে হয়েছে। এসএসসি-র এক কর্তা জানান, এরকম ভুল যেন নবম-দশমের ফলে বা একাদশ-দ্বাদশের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশে না হয়, সে জন্য বারবার যাচাই করা হচ্ছে।
  • Link to this news (আনন্দবাজার)