ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ার মধ্যেই পড়ুয়া-স্বার্থ যাতে ক্ষুণ্ণ না-হয়, সেই দিকে তাকিয়ে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দ্বারস্থ হল পাঁচটি বাম ছাত্র সংগঠন। জীবিকার সন্ধানে রাজ্যের যে সব ছাত্র-ছাত্রী পড়াশোনা ছেড়ে বাধ্য হয়ে ভিন্-রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত, যাঁরা অন্য রাজ্যে বা বিদেশে পড়াশোনা করছেন, তাঁদের যাতে এই গোটা প্রক্রিয়ায় কোনও সমস্যা না-হয়, সে জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ছাত্র সংগঠন এসএফআই, এআইএসএফ, আইসা, পিএসইউ, ছাত্র ব্লক। পাশাপাশি, অল্প বয়সে অন্য রাজ্যে বিয়ে হয়ে যাওয়া মহিলা, পশ্চিমবঙ্গে কাজ করা পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির ভোটাধিকার নিশ্চিত করার দাবিও তুলেছে তারা। এসএফআইয়ের দেবাঞ্জন দে, আইসার ঋতম মাজি প্রমুখের বক্তব্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক বিপর্যয়ে যে সব পড়ুয়া গুরুত্বপূর্ণ নথি হারিয়েছেন, তাঁদের বিষয়টি মানবিক ভাবে দেখতে হবে। সংগঠনগুলির অভিযোগ, বুথ লেভল অফিসার (বিএলও) হিসাবে শিক্ষক-শিক্ষিকারা কাজ করায় রাজ্যে স্কুল-শিক্ষা বিঘ্নিত হচ্ছে। দেবাঞ্জনের সংযোজন, “এসআইআর যদি বাদ দেওয়ার মানুষকে বাদ দেওয়ার মানসিকতা থেকে করা হয়, তা হলে নতুন প্রজন্ম সমস্যায় পড়বে।” এ দিকে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গণনা-পত্র বিলির অভিযোগ তুলে এবং বিএলও-দের নিরাপত্তা নিশ্চিত করার দাবিকে সামনে রেখে সিইও-র সঙ্গে দেখা করেছে শ্রমিক কর্মচারী ও শিক্ষকদের একাংশের যৌথ মঞ্চ ‘১২ই জুলাই কমিটি’।