• বালি-বোল্ডার চুরি: নাম না করে শমীক সরব বৈঠকে
    আনন্দবাজার | ১৪ নভেম্বর ২০২৫
  • চলতি বছরে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের সাক্ষী থেকেছে দেশ। আজ তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য প্রশ্ন তোলেন, প্রাকৃতিক বিপর্যয় প্রকৃতির কারণে হয়ে থাকে, কিন্তু মানুষের লোভের কারণে নদী থেকে বালি-বোল্ডার তোলার যে প্রতিযোগিতা চলছে, তা রুখতে কী ব্যবস্থা নিতে চলেছে কেন্দ্র!

    পশ্চিমবঙ্গে শাসক দলের মদতে নদী থেকে বালি ও বোল্ডার নির্বিচারে তুলে তা বিক্রি করা হচ্ছে বলে দীর্ঘ দিন ধরে অভিযোগ করছে বিজেপি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অতীতে বালি পাচারের অভিযোগেও সরব হতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজ সংসদীয় বৈঠকে বালি পাচার নিয়ে সরব হলেও অবশ্যই কারও নাম নেননি শমীক। সূত্রের মতে, দু’দিন ধরে চলা প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত ওই বৈঠকে তিনি বলেন, প্রকৃতির খামখেয়ালিপানার জন্য বিপর্যয় হয়ে থাকে। মানুষের কিছু করার উপায় থাকে না। কিন্তু মানুষের লোভের কারণে যে প্রাকৃতিক বিপর্যয হয়ে চলেছে, তা কী ভাবে সামলানো যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন শমীক। সে ক্ষেত্রে দোষীদের শাস্তির বিধান কী রয়েছে, জানতে চান তিনি। সূত্রের মতে পশ্চিমবঙ্গের একাধিক নদীর উল্লেখ করে বঙ্গের ওই বিজেপি সাংসদ বৈঠকে বলেন, লোভ মেটাতে পাল্লা দিয়ে নদী থেকে অবৈজ্ঞানিক ভাব বালি ও বোল্ডার তোলা হচ্ছে। পিছনে রাজনৈতিক মদতও রয়েছে, মন্তব্য করেন তিনি। যারা নদীর স্বাভাবিক নাব্যতা নষ্ট করে প্রাকৃতিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি। সূত্রের মতে, প্রস্তাবটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কমিটির চেয়ারম্যান রাধামোহন দাস আগরওয়াল।
  • Link to this news (আনন্দবাজার)