শ্রীনগর, ১৪ নভেম্বর: পেশায় চিকিৎসক হয়েও জঙ্গি যোগ! দিল্লির লালকেল্লার বাইরে বিস্ফোরণ ঘটায় উমর নবি। সন্দেহভাজন এই জঙ্গি সম্ভবত আত্মঘাতী হামলা চালায়। যার ফলে মৃত্যু হয়েছে ১৩ জনের। জখম বহু। এবার সেই সন্দেহভাজন জঙ্গির বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। আজ, শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় থাকা উমর নবির বাড়ি আইইডি দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। গতকাল, বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় সেই প্রক্রিয়া, চলে আজ, শুক্রবার ভোর পর্যন্ত।দিল্লির লালকেল্লার বাইরে গত সোমবার বিস্ফোরণ ঘটায় একটি লাল রঙের আই-২০ গাড়ি। অভিযোগ, সেই গাড়িতেই ছিলেন সন্দেহভাজন জঙ্গি উমর। ইতিমধ্যেই বিস্ফোরণের ফলে টুকরো হওয়া তার দেহাংশ পরীক্ষা করেছেন তদন্তকারীরা। উমরের মায়ের ডিএনএ-ও মিলে গিয়েছে। যদিও এই বিস্ফোরণের পিছনে ঠিক কী ভূমিকা ছিল উমরের তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তার মাঝেই পুলওয়ামায় থাকা ওই সন্দেহভাজন জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশ উমরের পরিবারের তিন সহ মোট ছয় সদস্যকে গ্রেফতার করেছে।