• শরীরে বিঁধে রয়েছে গুলি! তাও চিকিৎসা করাতে ভয় পাচ্ছেন যুবক, আসল সত্যিটা জানুন
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আদপে রয়েছে গোরু পাচারের অভিযোগ। কিন্তু সত্যিটা লুকোতে গিয়ে চিকিৎসা করাতেই ভয় পাচ্ছিল কোচবিহারের মেখলিগঞ্জের জামালদহের এক যুবক। নাম নবিউল ইসলাম (৩০)। সে প্রথমে গত বুধবার এক চিকিৎসকের কাছে যায়। সেই সময়ে, নবিউল জানায়, গাছ থেকে পড়ে গিয়েছে সে। যার ফলে বাঁ হাতে আঘাত লেগেছে। চিকিৎসক হাসপাতালে ভর্তির জন্য তাকে বলে। কিন্তু ভর্তি না হয়ে ওই যুবক চলে যায়। ফের বৃহস্পতিবার ওই চিকিৎসকের কাছে যায় নবিউল। তখনই সত্যি কথাটি ওই চিকিৎসককে বলে সে।তারপরেই ওই চিকিৎসকের অধীনে জলপাইগুড়ি শহরের একটি নার্সিংহোমে ভর্তি হয় নবিউল। চিকিৎসকের দাবি, বিষয়টি নিয়ে চেপে ধরতেই ওই যুবক জানায় তার শরীরে গুলি বিঁধে রয়েছে। গোরু পাচার করতে গিয়ে গত ১০ নভেম্বর সীমান্তে গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করেছে নবিউল। চিকিৎসক বলেন, পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। গুলি বের করা যায়নি। প্লাস্টিক সার্জারি করতে হবে। জলপাইগুড়িতে তা সম্ভব নয়। আজ, শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেলে রেফার করা হবে। ওই যুবকের বাঁহাতে গুলি বিঁধে রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
  • Link to this news (বর্তমান)