কান ধরে ওঠবসের ভিডিও ফুটেজকাণ্ডে চাঞ্চল্যকর দাবি প্রধান শিক্ষিকার
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কান ধরে ওঠবসের ভিডিও ফুটেজকাণ্ডে ফের মুখ খুললেন জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুতপা দাস। তাঁর দাবি, স্কুল পরিচালন কমিটির সভাপতি সৈকত চট্টোপাধ্যায়ের নির্দেশেই তিনি কান ধরে ওঠবস করাতে বাধ্য হন। তাঁর ওই দাবি ঘিরে নতুন করে আলোড়ন ছড়াল। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই সৈকত চট্টোপাধ্যায় আজ, শুক্রবার জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান পদে শপথ নিচ্ছেন। ফলে বিতর্ক দানা বেঁধেছে। সৈকত অবশ্য প্রথম থেকেই দাবি করে আসছেন, ওই ফুটেজ ভুয়ো। এদিকে প্রধান শিক্ষিকার কান ধরে ওঠবসকাণ্ডের প্রতিবাদে এদিন জলপাইগুড়িতে শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘটের ডাক দিয়েছে শিক্ষা বাঁচাও মঞ্চ। যদিও স্কুলগুলিতে তার প্রভাব পড়েনি। যাঁকে হেনস্তার প্রতিবাদে এই শিক্ষা ধর্মঘটের ডাক, সেই সুতপা দাস অবশ্য আজ, শুক্রবার স্কুলে এসেও বেরিয়ে যান। তিনি জানিয়েছেন, মিড-ডে মিল সহ স্কুল পরিচালনায় যাতে কোনও অসুবিধা না হয়, তার ব্যবস্থা করে দিয়ে গেলাম। ব্যক্তিগত কাজে আজ ক্যাজুয়াল লিভ নিয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি জেলা সভাপতি অমিত সাহা বলেন, আমরা জলপাইগুড়ি শহরের প্রতিটি স্কুল ঘুরেছি। সব স্কুল স্বাভাবিক আছে।