• দিল্লির আত্মঘাতী জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন, কাশ্মীরে ‘জেহাদি ডাক্তার’দের খোঁজে তৎপর নিরাপত্তা বাহিনী
    প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী জঙ্গি উমর নবির বাড়ি গুঁড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, শুক্রবার ভোররাতে পুলওয়ামার বাড়িতে আইইডি বিস্ফোরণ ঘটিয়েছে নিরাপত্তা বাহিনী। আগেই পেশায় চিকিৎসক উমরের পরিবারের তিন সদস্যকে গ্রেপ্তার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। এবার তদন্ত প্রক্রিয়ার মধ্যেই গুঁড়িয়ে দেওয়া হল উমরের বাড়ি। সেই সঙ্গে ব্যাপক তল্লাশি চলছে ভূস্বর্গজুড়ে। 

    সোমবার লালকেল্লার সামনে যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই গাড়ির মালিকানা ছিল উমর মহম্মদের নামে। দিল্লি বিস্ফোরণে পুলওয়ামার বাসিন্দা উমরের মৃত্যু হয়েছে। ডিএনএ পরীক্ষায় শনাক্ত হয়েছে তার দেহ। দিল্লি বিস্ফোরণের নেপথ্যে উমরের কতখানি ভূমিকা ছিল, আপাতত সেই নিয়ে তদন্ত চলছে। তার পরিবারের তিন সদস্যকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এবার তদন্তের কারণে আইইডি বিস্ফোরণে উমরের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হল।

    উল্লেখ্য, দিল্লি বিস্ফোরণে উমরের নাম জড়ানোয় বিপর্যস্ত তাঁর পরিবার। পুলওয়ামার কইল গ্রামের বাসিন্দা উমরের বউদি বলছেন, “গত শুক্রবারই ওর সঙ্গে কথা হল। তখন বলল সামনে পরীক্ষা আছে তাই লাইব্রেরিতে পড়াশোনা করছে। একেবারে বইয়ের পোকা ছিল। বাড়িতে ফিরলেও সকলকে পড়াশোনা করতে বলত। সেই ছেলের এমন কাণ্ড শুনে আমরা স্তম্ভিত।” তিনি জানান, কঠিন পরিশ্রম করে পরিবারের দারিদ্র্য ঘোচানোর চেষ্টা করছিলেন উমরের মা। হাল ফেরাতে আশার আলো ছিল উমর। কিন্তু সেই বই পোকা ছেলেই নাশকতার সঙ্গে জড়িয়েছে, হতাশ গোটা পরিবার।

    কেবল উমর নয়, কাশ্মীরের একাধিক চিকিৎসকের নাম জড়িয়েছে নাশকতায়। গত চার দিনে অন্তত ৮ জন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই নাশকতা ছড়ানোর অভিযোগ রয়েছে। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন চিকিৎসক রয়েছে এই নাশকতার নেপথ্যে। জম্মু-কাশ্মীর পুলিশ একে বলছে ‘হোয়াইট কলার টেরর ইকোসিস্টেম’। তাই ভূস্বর্গজুড়ে এখনও তল্লাশি চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী।
  • Link to this news (প্রতিদিন)