সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের শহরে ভয়াবহ দুর্ঘটনা। বুদ্ধির জোরে সন্তানকে বাঁচাতে পারলেও ট্রাকায় চাকায় পিষে মৃত্যু হল মহিলার। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে কৈখালি-এয়ারপোর্টমুখী লেনে। রাতেই দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। আটক করা হয়েছে ট্রাক চালককে।
জানা গিয়েছে, মৃতার নাম পূজা মণ্ডল। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা ওই বধূ। স্বামী-সন্তান নিয়ে সংসার। বৃহস্পতিবার রাতে সন্তানকে নিয়ে স্কুটিতে করে ওই দম্পতি বেরিয়েছিল। সেটাই কাল হল। এদিন কৈখালি থেকে হলদিরামের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় স্কুটিটি। রাস্তায় ছিটকে পড়েন তিনজনই। সন্তানকে বুকে জড়িয়েই রাস্তায় পড়ে যান বধূ। এদিকে ব্যস্ত রাস্তায় দ্রুত গতিতে ছুটছিল গাড়ি। আচমকা পূজা দেখেন দ্রুতবেগে একটি ১০ চাকার ট্রাক ছুটে আসছে তাঁর দিকে। সঙ্গে সঙ্গে উপস্থিত বুদ্ধি কাজে লাগান তিনি। ছুড়ে দেন কোলেন সন্তানকে। পথচারীরা শিশুটিকে ধরে ফেলে। এদিকে ট্রাক চালক পরিস্থিতি বুঝে ব্রেক কষেন। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ঠিক সময়ে থামানো যায়নি দ্রুতগতিতে থাকা ট্রাকটিকে। গাড়িটি পিষে দেয় পূজাদেবীর মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে পূজাদেবীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এদিকে মৃতার স্বামী ও সন্তানকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁদের অবস্থা স্থিতিশীল বলেই খবর। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে আটক করেছে বাগুইআটি থানার পুলিশ।