এখনও মেলেনি সংযুক্তির অনুমতি! নিউ গড়িয়া-বিমানবন্দর রুটে কবে ছুটবে মেট্রো?
প্রতিদিন | ১৪ নভেম্বর ২০২৫
নব্যেন্দু হাজরা: কথা থাকলেও চলতি সপ্তাহে শুরু হচ্ছে না নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোপথের চিংড়িঘাটায় অসম্পূর্ণ অংশ জোড়ার কাজ। কলকাতা পুলিশের ট্রাফিকের ছাড়পত্র না মেলায় সেই কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে আগামী সপ্তাহ থেকে এই কাজ হবে বলে আশা প্রকাশ করেছে মেট্রো। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের (নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর) কাজের জন্য পরপর দু’টি সপ্তাহান্তে (১৪ থেকে ১৬ নভেম্বর এবং ২১ থেকে ২৩ নভেম্বর) চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক থাকার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে নিরাপত্তা এবং দিল্লি বিস্ফোরণের পরে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হওয়ায় দু’দফায় ট্রাফিক ব্লক এই সপ্তাহে দেওয়া হচ্ছে না। পরিবর্তে টানা ছ’দিন রাতে চিংড়িঘাটায় যান চলাচল নিয়ন্ত্রণ করে মেট্রোর কাজ করে নেওয়ার পক্ষে সওয়াল করেছে কলকাতা ট্রাফিক পুলিশ।
এই প্রসঙ্গে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কন্নান জানান, ”কাজ নিয়ে কলকাতা পুলিশের থেকে এখনও ছাড়পত্র (নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি) মেলেনি। আশা করা হচ্ছে, আগামী সপ্তাহেই মিলবে সেই ছাড়পত্র।
সূত্রের খবর, কলকাতা হাই কোর্টের নির্দেশ মতো চিংড়িঘাটা ক্রসিংয়ে প্রথম দফার ট্র্যাফিক ব্লক শুরু হওয়ার আগে কলকাতা পুলিশের তরফে অরেঞ্জ লাইনের দায়িত্বপ্রাপ্ত এজেন্সি রেল বিকাশ নিগম লিমিটেডকে (আরভিএনএল) জানানো হয়েছে যে, এই সপ্তাহে যান চলাচল নিয়ন্ত্রণের অনুমতি দেওয়া যাবে না। ইডেন টেস্টের জন্য বাড়তি পুলিশ মোতায়েন করতে হয়েছে। ভারত এবং দক্ষিণ আফ্রিকার দলের সদস্যরাও বাইপাসের ধারে দুটি হোটেলে আছেন। তাঁরা হোটেল থেকে ইডেনে পৌঁছবেন মা ফ্লাইওভার ধরে। সেইসঙ্গে দিল্লিতে জঙ্গি হামলার পর শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হয়েছে। বেড়েছে নজরদারি। তাই এই ট্রাফিক ব্লক এখনই নেওয়া হবে না।
বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ স্টেশনের মধ্যবর্তী অংশের অসম্পূর্ণ মিটারের অংশ জুড়তে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক নেওয়ার কথা। আদালতের নির্দেশ মেনেই ঠিক হয়েছিল দু’দফায় এই ব্লক নেওয়া হবে। তবে এই সপ্তাহে তা হচ্ছে না। ওই অংশ না জুড়লে বেলেঘাটা পেরিয়ে সল্টলেকের রাস্তা ধরতে পারবে না অরেঞ্জ লাইনের মেট্রো। উল্লেখ্য, গত মাসেই কলকাতা মেট্রোর তরফে আশাপ্রকাশ করা হয় যে চিংড়িঘাটায় যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল, তা নভেম্বর দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হবে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দিনক্ষণ চূড়ান্ত করে ফেলা হয়েছে। তবে এ সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে কাজ শুরু হওয়ার কথা।