• ‘বিহার জিতছি, এবার টার্গেট বাংলা’, জয়ের গন্ধে চনমনে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ, পাল্টা দিল তৃণমূলও
    এই সময় | ১৪ নভেম্বর ২০২৫
  • বিহারে জয়ের গন্ধ পেয়ে গিয়েছে বিজেপি। প্রাথমিক ট্রেন্ডে সেই ইঙ্গিতই মিলছে। সেই ফল সামনে আসতেই বাংলা নিয়ে হুঙ্কার দিলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। সপাটে বলে দিলেন, ‘বিহারে জিতছি। এ বার আমাদের লক্ষ্য পশ্চিমবঙ্গ।’ তৃণমূল অবশ্য বিজেপিকে খুব একটা পাত্তা দিচ্ছে না। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, বিহারে আগেই জিতেছিল। নতুন কিছু করেনি।

    দুপুর পৌনে বারোটা পর্যন্ত পাওয়া ফলাফল অনুযায়ী, রীতিমতো ছুটছে এনডিএ-এর অশ্বমেধের ঘোড়া। সেখানে এখনও পর্যন্ত ম্যাজিক ফিগারের ধারেকাছেও পৌঁছতে পারেনি মহাগঠবন্ধন। বুথ ফেরত সমীক্ষা মিলিয়ে এনডিএ শিবিরের জয় এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

    বছর ঘুরলেই বাংলায় ভোট। বিজেপিও পাখির চোখ ঠিক করে নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কথাতেও সেই ইঙ্গিত মিলল। বিহার ভোটের প্রাথমিক ট্রেন্ড স্পষ্ট হতেই তিনি বলে দিলেন, ‘বিহার জিতছি। এ বার আমাদের লক্ষ্য বাংলা। আগামী বছরে আমরা বাংলাতেও জিতব।’ এখানেই থামেননি গিরিরাজ। মহাগঠবন্ধনকে তোপ দেগে বলে দেন, ‘বিহার ঠিক করে নিয়েছে, অরাজকতার সরকার হতে দেওয়া যাবে না। তাই এটা উন্নয়নের জয়।’

    জঙ্গলরাজের উদাহরণও টানেন গিরিরাজ। সেই ভয়াবহ দিনগুলোর কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘আজকের যুবসমাজ সেই দিন দেখেননি। কিন্তু বড়রা দেখেছেন।’ তেজস্বীকেও একহাত নেন তিনি। গিরিরাজ বলেন, ‘তেজস্বীদের সরকার যতদিন ছিল, সবসময়ে বিশৃঙ্খলা ছাড়ানোর চেষ্টা করে গিয়েছে।’

    প্রাথমিক ট্রেন্ডে স্পষ্ট, NDA-এর জয় সময়ের অপেক্ষা। দুপুর ম্যাজিক ফিগার পেরিয়ে ১৮৯ আসনে এগিয়ে গিয়েছে বিজেপি-জেডিইউ জোট। বিজেপি এগিয়ে ৮৫ আসনে, জেডিইউ ৩৫। অন্য দিকে, মহাগঠবন্ধন ৫০ আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে ৩৫টি আসনে লিড নিচ্ছে আরজেডি। অন্য দলগুলি ৭টি আসনে এগিয়ে রয়েছে।

    তবে গিরিরাজকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। বাংলাতে বিজেপি কোনওদিনই জিততে পারবে না ইঙ্গিত দিয়ে শাসক দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, ‘বিহারে ছিলেন, বিহারে জিতেছেন। বাংলাতে আগেও ছিলেন না, ভবিষ্যতেও থাকবেন না। এটা বিজেপি বুঝে নিক।’

  • Link to this news (এই সময়)