৫ উইকেট বুমরাহের, প্রথম দিনেই ১৫৯ রানে শেষ বিশ্বজয়ী দক্ষিণ আফ্রিকা, রান তুলতে সমস্যায় ভারতও
আনন্দবাজার | ১৪ নভেম্বর ২০২৫
দিনের দ্বিতীয় বলেই ছিল অশনি সঙ্কেত। জসপ্রীত বুমরাহের করা বলটা তিন বার মাটি ছুঁয়ে পৌঁছোয় ঋষভ পন্থের হাতে! চমক আরও বাকি ছিল। প্রায় একই জায়গায় পড়া পরের বলটা ব্যাটারের বুকের কাছাকাছি উঠে গেল!
ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের ২২ গজ নিয়ে গত কয়েক দিন ধরে যথেষ্ট টানাপোড়েন চলেছে। গৌতম গম্ভীরের পছন্দ হয়নি ২২ গজ। সিএবির প্রধান কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে নিজের আপত্তি জানান ভারতীয় দলের কোচ। সুজন অবশ্য পিচের চরিত্র পরিবর্তনের চেষ্টা করেননি। তবু যতটা পেরেছেন শেষ তিন-চার দিনে ২২ গজকে গম্ভীরের পছন্দ মতো করে দেওয়ার চেষ্টা করেছেন। তাতে সমস্যা কিনা, তা এখনই বলা কঠিন। তবে ইডেনের ২২ গজে দু’রকম বাউন্স রয়েছে।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ব্যর্থতার কারণ অবশ্য পিচের বাউন্স নয়। বুমরাহ। যে কোনও ধরনের পিচে প্রতিপক্ষকে সমস্যায় ফেলার ক্ষমতা রয়েছে তাঁর। বুমরাহের লাইন-লেংথে বার বার ঠকে গেলেন প্রোটিয়া ব্যাটারেরা। নিখুঁত জায়গায় বল রেখে গেলেন। খেলার অযোগ্য ইয়র্কার দিলেন। ২৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নিলেন অনায়াসে। তাঁকে সঙ্গ দিলেন কুলদীপ যাদব। কয়েক দিন পরই তাঁর বিয়ে। ভাল ফর্মে রয়েছেন। ২ উইকেট নিলেন ৩৬ রান খরচ করে। প্রথম দিনের ২২ গজ থেকে যে স্পিনারেরা দারুণ সাহায্য পেয়েছেন, তা নয়। তবু কুলদীপের বল পড়তে পারলেন না টেম্বা বাভুমা, উইয়ান মুলডারেরা। দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটারই দলকে ভরসা দিতে পারলেন না। টেস্ট বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম ইনিংস শেষ হল ১৫৯ রানে। ৫৫ ওভার ব্যাট করলেন তাঁরা।
শুরুটা খারাপ করেননি দুই ওপেনার এডেন মার্করাম এবং রায়ান রিকেলটন। দিনের শুরুতে তাঁদের আগ্রাসী মেজাজে দেখে মনে হচ্ছিল টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে একদম ঠিক করেছেন বাভুমা। কিন্তু বুমরাহ-কুলদীপদের দাপট শুভমন গিলের টস-হতাশা উধাও করে দিল প্রথম দু’ঘণ্টাতেই। মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকা করে ১০৫ রান। তবে ৩ উইকেট হারান বাভুমারা। আউট হয়ে যান রিকেলটন (২৩), মার্করাম (৩১) এবং বাভুমা (৩)। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরামর্শ কাজে লাগাতে পারলেন না প্রোটিয়া অধিনায়ক। পরের ব্যাটারেরাও ভরসা দিতে পারলেন না। মুলডার (২৪), টনি ডি জর্জি (২৪), কাইল ভেরেন (১৬) আউট হলেন বলের লাইন বা লেংথে পরাজিত হয়ে। চাপে পড়ে যাওয়া দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা উইকেট বাঁচাতে অবিবেচকের মতো ডিআরএস নিলেন! তাতে সমস্যা আরও বাড়ল। ট্রিস্টান স্টাবস শুধু অপরাজিত থাকলেন ১৫ রানে। শেষ তিন-চারটে আউটের ক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না তাঁদের।
চোট সারিয়ে টেস্ট দলে ঋষভ পন্থ ফিরেছেন যথেষ্ট পড়াশোনা করে। ব্যাটিং-কিপিং অনুশীলনের পাশাপাশি প্রতিপক্ষের প্রতিটি ব্যাটারের খেলার ধরন আত্মস্থ করে নিয়েছেন। বাভুমা, মুলডার, ডি জর্জিরা কেমন শট খেলেন, মাঠের কোন জায়গায় শট নিতে পছন্দ করেন সমানে বলে গেলেন সতীর্থ বোলারদের। পন্থের ‘সাজেশন’ মিলেও গেল একাধিক বার। কখনও আউট হলেন ভেরেন। কখনও আউটের সুযোগ তৈরি হল। প্রথম একাদশে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে গম্ভীর খেলাচ্ছেন ধ্রুব জুরেলকে। সম্ভবত সে কারণেই অমাইক গলায় পন্থ দলকে বাড়তি সাহায্য করার চেষ্টা করছেন। খারাপ করছেন না। ডিআরএস নেওয়ার ক্ষেত্রেও এ দিন তাঁকে বেশ পরিণত মনে হল। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর পটেল ২১ রান দিয়ে ১ উইকেট নিলেন। মহম্মদ সিরাজ ৪৭ রানে ২ উইকেট নিলেও তাঁকে একট বেমানান দেখাল শুক্রবার।
ভারতের ব্যাটারেরা ২২ গজে বেশ সাবধানী। দক্ষিণ আফ্রিকার হাল দেখে লোকেশ রাহুলেরা ঝুঁকি নিয়ে হাল (পড়ুন ব্যাট) চালাতে চাইছেন না। যশস্বী জয়সওয়াল (১২) রান পেলেন না। মার্কো জানসেনের বলের লাইন বুঝতে পারলেন না। রাহুল দুর্গ আগলাচ্ছেন ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। সাই সুদর্শনের জায়গায় বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে ওয়াশিংটনকে খেলাচ্ছেন গম্ভীর! তিন নম্বরে ব্যাট করানো হচ্ছে। শুধু বাভুমাদের কাছে নয়, গম্ভীরের এই সিদ্ধান্ত হয়তো ওয়াশিংটনের কাছেও চমক। বোলার ওয়াশিংটনকে মাত্র ১ ওভার ব্যবহার করলেন শুভমন। তিন নম্বরের ব্যাটারকে তরতাজা রাখার চেষ্টা? দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ৩৭। অপরাজিত রয়েছেন রাহুল (১৩) এবং ওয়াশিংটন (৬)। রান তোলার মতো বল পাওয়ার জন্য অপেক্ষা করতে হচ্ছে ভারতীয় ব্যাটারদেরও।