• দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, রেলিং ভেঙে নদীখাতে গাড়ি পড়ে মৃত ৫
    এই সময় | ১৪ নভেম্বর ২০২৫
  • দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ৫ জনের। শুক্রবার সকাল ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রতলমের ভেটিয়া-ভীমপুরা গ্রামের কাছে। জানা যাচ্ছে, একটি মাহিন্দ্রা গাড়িতে চেপে গুজরাটের দিকে যাচ্ছিলেন পাঁচজন। সেই সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের রেলিংয়ে ধাক্কা মেরে নদীর খাতে পড়ে যায়। ঘটনায় বছর পনেরোর এক কিশোর এবং এক বৃদ্ধ-সহ ৫ জনের মৃত্যু হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর মহারাষ্ট্রের। গাড়িটি দিল্লি থেকে গুজরাটের দিকে যাচ্ছিল। সেই সময়েই মুম্বই-দিল্লি এক্সপ্রেসওয়েতে মাহি নদীর ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময়ে যাঁরা গাড়িতে উপস্থিত ছিলেন, তাঁরা সকলেই মুম্বই এবং আমেদাবাদের বাসিন্দা।

    দুর্ঘটনার পরেই দ্রুত স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল বাহিনী। স্থানীয়দের সহযোগিতায় দেহ উদ্ধার করে রতলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। রাওতি থানার আধিকারিক সুরেন্দ্র সিং গাদারিয়া জানান, স্থানীয়রা একটি জোরালো শব্দ শুনে ছুটে যান। গিয়ে দেখেন, গাড়িটি নদীখাতে পড়ে রয়েছে।

    প্রাথমিক ভাবে অনুমান, অতিরিক্ত গতিবেগের কারণেই গাড়ির চালক গাড়িটি নিয়ন্ত্রণে রাখতে পারেননি। তবে গাড়িটির কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এই প্রথম নয়, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে এর আগেও একাধিক দুর্ঘটনা হয়েছে। ফলে এই রাস্তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

  • Link to this news (এই সময়)