ঘুম উৎসবকে ঘিরে বেশ কিছু নতুন পরিষেবা চালু করতে চলেছেন ডিএইচআর কর্তৃপক্ষ
আনন্দবাজার | ১৪ নভেম্বর ২০২৫
শীত পড়তে না পড়তেই ঘুম উৎসবের প্রস্তুতি শুরু করে দিলেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) কর্তৃপক্ষ। বাড়বে টয় ট্রেনের সংখ্যা, বসছে নতুন ইঞ্জিন।
ডিএইচআর সূত্রে খবর, শীতের মরসুমে পর্যটকদর কথা ভেবে, নতুন রূপে ধরা দিতে চলেছে ঘুম উৎসব। বেঙ্গালুরু থেকে দু’টি নতুন হেরিটেজ ইঞ্জিন এনেছেন রেল কর্তৃপক্ষ। উৎসবের দিন তাদের পথচলা শুরু হবে। এ ছাড়াও পর্যটকদের জন্য ছ’টি নতুন টয় ট্রেন পরিষেবা চালু করার কথা জানিয়েছে রেল।
ডিএইচআর কর্তৃপক্ষ আরও জানান, নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার টয়ট্রেনের চাহিদা বৃদ্ধি পেয়েছে পর্যটকদের মধ্যে। সেই কথা মাথায় রেখে স্থায়ী টয়ট্রেন পরিষেবা চালু করতে চলেছেন তাঁরা। এত দিন সকাল সাড়ে ৯টার সময় একটি মাত্র ট্রয় ট্রেন চলত, তা-ও অস্থায়ী ভাবে। এ বার সময় বদলে সকাল সাড়ে ৭টা থেকে স্থায়ী একটি টয় ট্রেন থাকবে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য, এমনই জানায় রেল।
অন্য দিকে, পর্যটকদের জন্য ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত বর্তমানে আটটি জয়রাইড পরিষেবা চালু রয়েছে। শীতের মরসুমে পাহাড়ে পর্যটকদের সংখ্যা এতটাই বৃদ্ধি পায় যে বহু ক্ষেত্রে জয়রাইড উপভোগ না করেই ফিরে যেতে হয় তাঁদের। এ বার থেকে পর্যটকদের পরিষেবা দেওয়ার খাতে চারটি নতুন জয়রাইড থাকছে। এ ছাড়াও, বিকেলবেলা নিউ জলপাইগুড়ি থেকে তিনধারিয়া পর্যন্ত বিশেষ একটি জয়রাইডের সূচনা করতে চলেছেন ডিএইচআর কর্তৃপক্ষ।