আজকাল ওয়েবডেস্ক: বিহার ভোটে অক্সিজেন পদ্ম শিবিরে। নীতীশের দলের সঙ্গে জোট করে ভোট লড়েছিল বিহারে, দুই শরিক দলই এখনও পর্যন্ত বিপুল আসনে এগিয়ে। অন্যদিকে বিরোধী মহাজোট পিছিয়ে অনেকটাই। জয়ের ইঙ্গিত মিলতেই বিহারে উচ্ছ্বাস-আনন্দ। পাটনায় উড়ছে গেরুয়া আবির। এসবের মাঝেই, জয়ের আগাম ইঙ্গিতে, বাংলার প্রসঙ্গ টেনেছেন বিজেপি নেতা গিরিরাজ সিংহ। তিনি বলেন, 'আমরা বাংলাতেও জিতব। ওখানে অরাজকতার সরকার, বাংলাদেশি সরকার, রোহিঙ্গা সরকার। বিহারের জয় আমাদের, এবার লক্ষ্য বাংলা।'