• বিহারের বিরোধীদের ধরাশায়ী করে বিপুল আসন পেয়ে জয়ের পথে এনডিএ-র ‘রথ’
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • পাটনা, ১৪ নভেম্বর: ফের পাটলিপুত্রের সিংহাসনে নীতীশ কুমার! একাধিক বুথ ফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণিত করে বিহারে ফের একবার ক্ষমতায় ফিরছে এনডিএ শিবির। হচ্ছে না পালাবদল। অন্তত বিকেল ৪টে পর্যন্ত ট্রেন্ড দেখে সেটা বলাই যায়। তবে মুখ্যমন্ত্রী কে হবেন? সেই নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক মহলে। মোদি-শাহ কী নীতীশবাবুকে বিহারের মুখ্যমন্ত্রী পদে ফের বসাবেন, নাকি সঙ্ঘের কোনও নেতা নেবেন বিহারের দায়িত্ব? এই প্রশ্ন থেকেই যাচ্ছে। অপরদিকে রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগ, তেজস্বীর চাকরির প্রতিশ্রুতি ও মহাগঠবন্ধনের হয়ে অখিলেশের প্রচার এলো না কোনও কাজে।কারণ ১০০-এর গণ্ডিও এখনও টপকাতে পারেনি মহাগঠনবন্ধন অর্থাৎ আরজেডি, কংগ্রেস, ভিআইপি, বামপন্থীদের জোট। অপরদিকে এনডিএ শিবিরের রথ এগিয়েই চলেছে দ্রুত গতিতে। শেষ পাওয়া ট্রেন্ড অনুযায়ী, এনডিএ জোট বিহারে ২০৭ আসনে এগিয়ে রয়েছে। যার মধ্যে জয় এসেছে কয়েকটি আসনে। যেমন- নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৯ আসনে, বিজেপি ১৫ আসনে জয়ী, এলজেপি(রামবিলাস) ১ আসনে জয়ী। অপরদিকে মহাগঠনবন্ধন বা ইন্ডিয়া জোটের মধ্যে মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। আরজেডি ২৪ ও সিপিএম(এল) ও সিপিএম  মোট ২ আসনে এগিয়ে। কংগ্রেস মাত্র ৩টি আসনে এগিয়ে। পাটনাভূমে দাগ কাটতে পারেননি প্রশান্ত কিশোরও। তাঁর জন সুরাজ ডাহা ফেল করেছে। কিন্তু বিহারে এনডিএ-এর এই অভূতপূর্ব ফল কেন? বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে এসআইআর, কেন্দ্রে ক্ষমতাতে আসার পর একের পর এক প্রজেক্ট ও আর্থিক সাহায্য বিহারকে দিয়েছেন মোদি। বাজেটেও অন্য রাজ্যের তুলনায় বিহারের জন্য বরাদ্দ বেশি রয়েছে। এছাড়াও মোদি ফ্যাক্টর ও নীতীশ কুমারের সুশাসন ও মহিলাদের ব্যাঙ্কে ভোটের আগে আর্থিক সাহায্য। এইসবই পাটনায় ল্যান্ডস্লাইড ভিক্ট্রি এনে দিয়েছে এনডিএ শিবিরে। বিহারে গতবারের বিধানসভা নির্বাচনের তুলনায় ভালো ফল করেছে বিজেপি ও জেডিইউ। ট্রেন্ডে তাই দেখা যাচ্ছে। নিজেদের জেতা একাধিক আসন হাতছাড়া হতে চলেছে আরজেডির, তা ট্রেন্ডেই স্পষ্ট। তবে বিরোধীদের অভিযোগ, বিহারেও ভোট চুরি করেছে এনডিএ শিবির। দুই দফায় ভোটের আগে ভিন রাজ্য থেকে ভোটার আনা। এসআইআর সবমিলিয়ে বিহারেও এনডিএ-এর জয় হয়েছে জনগণ নয় নির্বাচন কমিশনের জন্যই। অভিযোগ বিরোধীদের।  
  • Link to this news (বর্তমান)