• দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, মৃত ৫
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • দিল্লি, ১৪ নভেম্বর: দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি মাহি নদীর কাছে খাদে পড়ল। সেই দুর্ঘটনার জেরে নিহত ৫। যার মধ্যে বছর ১৫-এর এক তরুণ এবং ৬০ বছর বয়সী এক বৃদ্ধ রয়েছে। সিসিটিভি ফুটেজে গোটা দুর্ঘটনার দৃশ্যটি ধরা পড়েছে। আজ, শুক্রবার সকাল ৭টার সময় ভীমপুরা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।এমএইচও০৩ ইএল ১৩৮৮ নামে রেজিস্ট্রার করা গাড়িটি দিল্লি থেকে গুজরাতের দিকে যাচ্ছিল। ঠিক তখনই মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন গাড়ির চালক। এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নীচের খাদে পড়ে যায় গাড়িটি। দুর্ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গাড়িটির। গাড়ির সামনের অংশ এবং ছাদ ভেঙে যায়। বাম্পারের কিছু অংশ এবং নম্বর প্লেট দুর্ঘটনাস্থল থেকে কিছু দূরে পাওয়া যায়।পুলিশ সূত্রে খবর, গাড়িতে থাকা যাত্রীরা আমেদাবাদ ও মুম্বইয়ের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা গাড়ি থেকে মৃতদেহগুলিকে উদ্ধার করতে পুলিশকে সহায়তা করেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)