• এসআইআর: মেয়ের নামে আসেনি ইনিউমারেশন ফর্ম, আত্মহত্যা করলেন বাবা
    বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মেয়ের নামে আসেনি ইনিউমারেশন ফর্মে। এই নিয়ে গভীর চিন্তায় ছিলেন বাবা। গতকাল, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ‌রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়িতে। এসআইআর আবহে এই ঘটনায় এলাকায় আলোড়ন ছড়িয়েছে। ‌খবর পেয়ে মৃতের বাড়িতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের অঞ্চল সভাপতি তুষারকান্তি দত্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান সমিজুদ্দিন আহমেদ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, আমবাড়ির কামারভিটা বুথের ভুবনচন্দ্র রায়ের মেয়ে শিবানী রায়ের ( ৩১) বেশ কয়েক বছর আগে অন্য ব্লকে বিয়ে হয়েছে। ‌তবে বিয়ের পরও বাপেরবাড়ি এলাকাতেই ভোট দিতেন। ভুবনচন্দ্র রায় ( ৫৯ ) এবং তাঁর স্ত্রী ও ছেলের নামে ইনিউমারেশন ফর্মে এলেও মেয়ের নামে কোনও ফর্ম আসেনি। এই নিয়ে কয়েকদিন থেকে খুব চিন্তায় ছিলেন ভুবনবাবু। এরপরই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা।পরিবারের দাবি, মেয়ের নামে ইনিউমারেশন ফর্ম না আসায় আত্মঘাতী হয়েছেন ভুবনবাবু। একই দাবি করেন বিধায়ক খগেশ্বর রায়ও। ‌তিনি বলেন, শুধু এই ঘটনা নয়, জলপাইগুড়ি তথা রাজ্যের বিভিন্ন জায়গায় এসআইআর আতঙ্কে বেশ কয়েকজন আত্মঘাতী হয়েছেন।‌ আমবাড়ির পরিবারটিকে আশ্বস্ত করলাম, পরিবারের সদস্যদের বলেছি, চিন্তার কিছু নেই। ভুবনবাবুর মেয়ের নাম ভোটার তালিকায় উঠবে। ওই পরিবারের পাশে আছি আমরা।
  • Link to this news (বর্তমান)