সংবাদদাতা, ময়নাগুড়ি: কৃষি দপ্তরের উদ্যোগে ময়নাগুড়ির কৃষকদের মুখে ফুটল হাসি। বাংলা কৃষি সেচ যোজনার স্কিমের মধ্য দিয়ে আজ, শুক্রবার ময়নাগুড়ির বিভিন্ন এলাকার কৃষকদের কৃষিকাজে সুবিধার্থে দেওয়া হল পাইপ সেট এবং জমিতে জল দেওয়ার জন্য সামগ্রী। কৃষি দপ্তর জানিয়েছে, প্রত্যেক কৃষক ৩০টি করে পাইপ এবং ৫টি করে ঝুর্নি পাচ্ছেন জমিতে জল দেওয়ার জন্য। তবে এর জন্য কৃষকদের আগে আবেদন করতে হয়েছে। কৃষকরা বলেন, সরকারি ভর্তুকিতেই সমস্ত সামগ্রী কৃষি দপ্তর থেকে দেওয়া হচ্ছে। এগুলি খোলা বাজারে কিনতে গেলে কয়েক হাজার টাকা খরচ হত। কিন্তু কৃষি দপ্তরে মাত্র ৩৪০০ টাকা আমাদের দিতে হয়েছে। একটু সময় লেগেছে ঠিকই, কিন্তু সামগ্রীগুলি আমরা পেয়ে গিয়েছি। শীঘ্রই আলু চাষ শুরু হবে। এই সামগ্রীগুলির ফলে তখন আমাদের বিরাট উপকার হবে। এই স্কিমের আধিকারিক মনজুরুল হক ব্যাপারি বলেন, আজ ৩৬ জন কৃষকদের হাতে সামগ্রীগুলি তুলে দেওয়া হল। ধাপে ধাপে অন্যান্য কৃষকেরাও এগুলি পাবেন। আরও ৩৮০ জন কৃষক আবেদন করেছেন। ইতিমধ্যেই তাঁদের আবেদন জেলায় পাঠানো হয়েছে। এই স্কিমে আবেদন করার জন্য তাঁদের কৃষি জমির খতিয়ান, ব্যাংকের পাস বইয়ের জেরক্স, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, ১ কপি ছবি এবং মোবাইল নম্বর দিয়ে আবেদন করতে হয়েছে।