নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ভাইপোর হাতে খুন হল বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বলরামপুর থানা এলাকার দরদা অঞ্চলের হারাতশালডি গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতরা হলেন হারিরাম সিং সর্দার ও বিন্দেশ্বরী সিং সর্দার। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে বলরামপুর থানার পুলিশ। জানা গিয়েছে, আজ, শুক্রবার সকালে ওই যুবক আচমকাই লাঠি হাতে তার সম্পর্কে জেঠু ও জেঠিমার উপর হামলা চালায়। ঘটনায় দু’জনেই গুরুতর জখম হন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের জেঠু হারিরামের।অন্যদিকে, বিন্দেশ্বরী দেবীকে দেবেন মাহাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবকের দাদা স্বরূপ সিং সর্দারের দাবি, ভাই মানসিকভাবে অসুস্থ। চিকিৎসা চলছিল। যদিও জেঠু ও জেঠিমার মৃত্যুর ঘটনায় তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছেন। কী কারণে এই কাণ্ড ঘটালেন ওই যুবক? তদন্ত করে দেখছে পুলিশ।