ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে নথি জোগাড় করে প্রতারণা! গ্রেফতার ২
বর্তমান | ১৪ নভেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে নথি জোগাড় করে প্রতারণা। প্রয়োজনীয় সমস্ত নথি জোগাড় করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে সেটি সাইবার জালিয়াতদের দিয়ে প্রতারণা করা হত বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই ২ জন প্রতারককে হুগলির বৈঁচি থেকে গ্রেফতার করল বড়বাজার থানা। ধৃতদের নাম সমীর সামন্ত ও সঞ্জয় বেশরা।পুলিশ সূত্রে খবর, সমীর এই চক্রের মূল পাণ্ডা। তার সঙ্গে বিভিন্ন পোস্ট অফিসের যোগাযোগ ছিল। জানা গিয়েছে, এলাকায় বা রাস্তা ঘাটে কোনও ব্যক্তির সঙ্গে ভাব জমিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য কার্যতই জোরজুরি করত ধৃতরা। অ্যাকাউন্ট খুলতে প্রয়োজনীয় নথিও নিত তারা। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে সেটির যাবতীয় জিনিস অর্থাৎ চেক বুক, পাসবই যখন নির্দিষ্ট ব্যক্তির এলাকায় যেত তখন সেগুলি পোস্টঅফিস থেকে সংগ্রহ করত সমীর। অভিযোগ, এই কাজে তাকে সাহায্য করত বেশ কিছু পোস্ট অফিসের ডাক সেবক। তারপর সেই অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সাইবার জালিয়াতদের ভাড়া দিত ধৃতরা। প্রাথমিক তদন্তে এমনটাই জেনেছেন পুলিশ কর্মীরা। তাদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের নজরে রয়েছে পোস্ট অফিসের বেশ কয়েকজন ডাক সেবকও। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর এটিএম কার্ড, পাস বুক এবং সিমকার্ড। পাশাপাশি জানা গিয়েছে, অ্যাকাউন্টের জন্য নেওয়া ব্যক্তিদের নথির ভিত্তিতে সিমকার্ড তুলে সাইবার জালিয়াতদের কাছে বিক্রিও করত ধৃতরা।